মোহামেডানের টানা ষষ্ঠ জয়
প্রথম ৫ ম্যাচে একটিও জয় নেই। পরের ৬ ম্যাচে টানা জয়। ক্লাবটির নাম মোহামেডান। এক সময় সুপার লিগের শঙ্কায় থাকা ক্লাবটি এক ম্যাচ আগেই সুপার লিগ নিশ্চিত করেছে।
সোমবার (১৭ এপ্রিল) শেষ ম্যাচেও তারা জয় দিয়ে লিগ শেষ করেছে। ৫ উইকেটে হারিয়েছে নবাগত লিওপার্ডসকে। এই জয়ে মোহামেডান ১১ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে সুপার লিগ শুরু করবে ঢাকা লিওপার্ডস ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে খেলবে রেলিগেশন লিগ।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লিওপার্ডস ৯ উইকেটে ২২৮ রান করে। আশিকুর রহমান ৪৮, সোহাওাওয়ার্দী শুভ ৩৯, সাব্বির হোসেন শিকদার ৩৫, শোভন মোরল ৩০ রান করেন। ২টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও জ্যাক লিনটট।
আজকের ম্যাচ মোহামেডানের হয়ে সাকিব খেলেননি। তারপরও জয় পেতে মোহামেডানকে খুব একটা বেগ পেতে হয়নি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলা মাইদুল ইসলাম অঙ্কন আজ ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১২১ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৯৬ রান করে সোহরাওয়ার্দী শুভর বলে সালাহউদ্দিন শাকিলের হাতে ধরা পড়েন। সেঞ্চুরি করতে না পারলেও তিনি ম্যাচ সেরা হন। ৫ রানে প্রথম উইকেটের পতন হওয়ার পর অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ৮২ রান যোগ করেন।
ইমরুল ৬১ বলে ১০ বাউন্ডারিতে র ৫৮ রান করেন। এ ছাড়া, মিরাজ অপরাজিত ৩৫ ও চলতি মৌসুমে প্রথমবারের মতো খেলতে নামা মোহাম্মদ আশরাফুল ২৭ রান করেন। আরিফুল জনি ৪৬ রানে নেন ২ উইকেট।
এমপি/এমএমএ/