জিতেও সুপার লিগ খেলা হলো না রূপগঞ্জের
সুপার লিগে যাওয়ার জন্য রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের শুধু জয় পেলেই হতো না, সেই সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হারও কামনা করতে হতো।
কিন্তু নিজেদের কাজটি তারা করতে পারলেও গাজীর গ্রুপের জয় কারা রুখতে পারেনি। তাইতো ব্রাদার্স ইউনিয়নকে ৫৬ রানে হারিয়েও তারা সুপার লিগে যেতে পারেনি। ৯ পয়েন্ট নিয়ে ‘নিরপেক্ষ’ জোনে থেকে এবারের মৌসুম শেষ করেছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৯। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাতে। ৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান আটে। তারাও নিরপেক্ষ জোনে থেকে এবারের মৌসুম শেষ করেছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে করে ৩০৭ রান। আলাহউদ্দিন বাবু ৪৫ বলে ৭ ছক্কা ও ৪ চারে সর্বোচ্চ ৮১ রান করে রান আউট হন। এ ছাড়া অঙ্কিত ৬৪ ও শামীম হোসেন পাটোয়ারী ৫৩ রান করেন। মানিক খান ৫০ রানে নেন ৫ উইকেট। মনিরুজ্জামান ২ উইকেট নেন ৫৮ রানে।
জবাব দিতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৪২.৫ ওভার ২৫১ রান করে অলআউট হয়। আনিসুল ৫২, আরাফাস সানি জুনিয়র ৫১ রান করেন। এ ছাড়া, মিনহাজুল আবেদীন সাব্বির করেন ৪৩ রান । রূপগঞ্জ টাইগার্সের হয়ে না। নাঈম হাসান, নাসুম আহমেদ, সানজামুল ইসলাম ও নাঈম ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আলাহউদ্দিন বাবু।
এমপি/এমএমএ/