শেখ জামালে হোঁচট মাশরাফির রূপগঞ্জের
বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ দুই দলই সুপার লিগ নিশ্চিত করেছে অনেক আগেই। দুই দলেরই লক্ষ্য ভালো অবস্থানে থেকে সুপার লিগ শুরু করে শিরোপা লড়াইয়ে শামিল হওয়া। সেই লড়াইয়ে শেখ জামাল অনেক গিয়েছে। আর পিছিয়ে পড়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ।
রবিবার (১৭ এপ্রিল) দুই দলের মুখোমুখি লড়াইয়ে শেখ জামাল ৮ উইকেটের বড় ব্যাবধানে জয়ী হয়ে বেশি সুবিধাজনক অবস্থানে চলে গেছে। সুপার লিগ তারা শুরু করবে ২০ পয়েন্ট নিয়ে। ২০ পয়েন্টআছে আবাহনীরও। নেট রান রেটে তারা শীর্ষে। লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৬।
আজ বিকেএসপির ৩ নম্বার মাঠে টস জিতে ফিল্ডিং করতে নেমে পুরো ফায়দাই তুলে নেয় শেখ জামালের বোলাররা। ৪৫.১ ওভারে মাত্র ১৬২ রানে তারা মাশরাফি বাহিনীকে অলআউট করে দেয় সর্বোচ্চ ৫৩ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে।
এ ছাড়া, ২৯ রান করেন সোহাগ গাজী। শেখ জামালের এবাদত ৩৬ ও আরিফ ৩৯ রানে নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট নেন শফিকুল ও আরিফ।
ছোট টাগের্টের পেছনে ছুটে শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান ও রবিউল ইসলাম রবিই দলকে জয় এনে দিয়েছিলেন প্রায়।
উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ২২.৪ ওভারে ১৪১ রান।
দুই জনেই আউট হন ১২ রানের ব্যবধানে। প্রথমে রবি ৫৮ রান করে, পরে সাইফ ৭৮ রানে আউট হন। এই দুই জন আউট হওয়ার পর জয়ের বাকি কাজ সারেন ফজলে মাহমুদ রাব্বি অপরাজিত ২৪ ও তাওহিদ হৃদয় অপরাজিত ১ রান করে। ম্যাচ সেরা হন সাইফ হাসান।
এমপি/এমএমএ/