২৭৩ রান করেও রক্ষা হলো না অগ্রনী ব্যাংকের
রেলিগেশন লিগ এড়ানোর জন্য জয় ভিন্ন অন্য কোন উপায় ছিল না নবাগত অগ্রনী ব্যাংকের। সেই জন্য তারা ২৭৩ রানের পূঁজিও দাঁড় করিয়েছিল। কিন্তু তাতেও প্রাইম ব্যাংকের কাছে শেষ রক্ষা হয়নি তাদের। নাসির হোসেনের সেঞ্চুরেতে ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ ৬ উইকেটে নিজেদের করে নেয় প্রাইম ব্যাংক। এই হারের ফলে অগ্রনী ব্যাংকের রেলিগেশন লিগ খেলা নিশ্চিত হয়ে গেলো। তাদের সঙ্গী অপর দুই দলের একটি হলো আরেক নবাগত ঢাকা লিওপার্ডস এবং শাইন পুকুর। অগ্রনী ব্যাংকের পয়েন্ট ৬। অপরদিকে প্রাইম ব্যাংক ১৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ে দুরূহ মিশনে নামবে সুপার লিগ খেলতে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অগ্রনী ব্যংক টস হেরে ব্যাট করতে নেমে ওসমান খানের ৫৩, সাদসান ইসলামের ৬৮ ও জহুরুল ইসলামের ৫৮ রানে ভর করে ৪ উইেকেটে ২৭৩ রান সংগ্রহ করে। তিন হাফ সেঞ্চুরিয়ান ছাড়াও অধিনায়ক মার্শাল আইইয়ুব ৩৪ ও আবু হায়দার রনি ৩৬ রান করেন। তাইজুল ৩৬ রানে নেন ২ উইকেট।
বড় টার্গেটের পেছনে ছুটে ম্যাচ সেরা নাসির হোসেনের অপরাজিত ১১২ রানের ইনিংসে জয় পেতে কোনও সমস্যাই হয়নি। নাসির হোসেনের সেঞ্চুরি ছাড়াও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৫০ ও মুশফিকুর রহিম ৫৩ রান করেন। মুলত এই তিন জনের ব্যাটেই প্রাইম ব্যাংকের জয় লেখা হয়ে যায়। এ ছাড়া শাহদাত দিপু করেন ৩৫ রান। ম্যাচ সেরা নাসির হোসেন ৯৮ বলে ৩ ছক্কা ও ১২ চারে ১১২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এমপি/এএস