আজও কলকাতার একাদশে নেই লিটন
এবারের আইপিএল যেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশা নিয়ে এসেছে। মোস্তাফিজুর রহমানকে চার্টার্ড বিমানে উড়িয়ে নিলেও প্রথম ৩ ম্যাচেই একাদশের বাইরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে টাইগার ওপেনার লিটন দাসকে।
রবিবার (১৬ এপ্রিল) নিজেদের পঞ্চম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা। আজকের ম্যাচেও কলকাতার একাদশে জায়গা হয়নি লিটনের। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে কলকাতা। লিটন কলকাতায় যোগ দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে কলকাতা। ২ ম্যাচেই একাদশের বাইরে থাকতে হচ্ছে লিটনকে।
এদিকে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই। রোহিত শর্মার অনুপস্থিতিতে আজ মুম্বাইয়ের নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। আর দলটির হয়ে আইপিএলে অভিষেক হচ্ছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।
কলকাতা একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নারায়ণ জাগাদিশান, নিতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, সুয়েশ শর্মা, লকি ফার্গুসন, ভরুন চক্রবর্তী।
এসজি