বোলিং কম করার কারণ জানালেন সাকিব
শেষ পর্যন্ত কোনোরকম নাটকীয়তা সৃষ্টি না হয়ে বাংলাদেশ মিরপুর টেস্ট জিতেছে ৭ উইকেটে। কোনো কারণে এই টেস্ট আয়ারল্যান্ডের কাছে হারলে অধিনায়ক সাকিব আল হাসানকে হয়তো অনেকে শূলে চড়াতেন। প্রথম ইনিংসে ৬৫ ওভার পর বোলিং করতে এসে মাত্র ৩ ওভার বোলিং করা এবং দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যখন দাপট দেখাচ্ছেন, তখনো সাকিব বল হাতে তুলে নেননি। এ নিয়ে কম সমালোচনা হয়নি।
বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে তৃতীয় দিন শেষে প্রশ্ন করা হলে তিনি কিছুই জানেন না বলে জানিয়ে এমনকি পরামর্শ দিয়ে বলেছিলেন সাকিবকেই এই প্রশ্নটি করতে। প্রথম দিন শেষে তাইজুল ইসলাম এ বিষয়ে কিছু জানাতে পারেননি।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে অধিনায়ক সাকিব উপস্থিত ছিলেন, আবার ছিলেন না! ব্যাটসম্যান সাকিব মাঠে দৃশ্যমান ছিলেন, কিন্তু বোলার সাকিব ছিলেন না। কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা না বলায় সাকিবের বক্তব্য জানা যায়নি। অবশেষে আজ (৭ এপ্রিল) খেলার পর সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন তার বোলিং না করার কথা। যেখানে কথা বলার সময় সাকিবের মাঝে ছিল একেবারে স্বাভাবিকতা। এটা নিয়ে গত কয়েকদিন যে তুমুল ঝড় বয়ে গেছে সাকিবকে দেখে তা বোঝার উপায় ছিল না। খুবই স্বাভাবিকভাবে তিনি জানান, বোলিং না করার সেরকম কোনো ব্যাখ্যা নেই। মানে বোলিং সবাইকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র যদি থাকে, সবাইকে আপনার ব্যবহার করার সব সময় দরকার নেই।
এই টেস্ট বাংলাদেশ খেলতে নেমেছিল ৬ জন প্রতিষ্ঠিত বোলার নিয়ে। সেসব বোলারদের প্রতি ছিল সাকিবের অগাধ বিশ্বাস। তাই তিনি নিজে বেশি বোলিং করার প্রয়োজন মনে করেননি। সাকিব বলেন, আমাদের যথেষ্ট বোলার রয়েছে যারা ২০ উইকেট নেওয়ার মতো যোগ্যতা রাখেন। তাদের প্রতি আমার সেই বিশ্বাস রয়েছে। তারা সেটা করে দেখিয়েছেও।
এমপি/এসজি