কী হয়েছে সাকিবের জানা নেই ডোনাল্ডের
মিরপুর টেস্টে বল বিমুখ সাকিব আল হাসান। শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনে সতীর্থদের ভোগান্তির দিনে মাত্র ৬ ওভার হাত ঘুরিয়েছেন টাইগার অধিনায়ক। অথচ আইরিশদের প্রতিরোধের মুখে তাকে আরও বেশি প্রয়োজন ছিল দলের। হঠাৎ কী হয়েছে সাকিবের? প্রশ্নটা ছিলেন অ্যালান ডোনাল্ডের কাছে।
বৃহস্পতিবারের (৬ এপ্রিল) খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন টাইগারদের পেস বোলিং কোচ। তিনি একগাল হাসতে হাসতে সাংবাদিকদের বলে দেন, ‘আমি এই প্রশ্নটা সাকিবকেই করার জন্য রেখে গেলাম।’
মিরপুর টেস্টে এখন পর্যন্ত ১৬ ওভার বল করেছেন সাকিব। প্রথম ইনিংসে ৩ ওভারের স্পেলেই সীমাবদ্ধ ছিলেন বাঁহাতি স্পিনার। দ্বিতীয় দিনের শেষ বিকালে ৭ ওভার বোলিংয়ে পান জোড়া উইকেট। আজ, তৃতীয় দিনে ৯০ ওভারের খেলায় মাত্র ৬ ওভার হাত ঘুরান টেস্ট অধিনায়ক।
এদিন প্রতিরোধ গড়ে তুলেন তিন আইরিশ ব্যাটার- হ্যারি টেক্টর, লরকান টাকার এবং অ্যান্ডি ম্যাকব্রেইন। টাকার ছুঁয়েছেন তিন অঙ্কের রান, থামেন ১০৮ রানে। টেক্টরের ব্যাট থেকে আসে ৫৬ রান। ম্যাকব্রেইন অপরাজিত ৭১ রানে। তিনজনের ব্যাটে ভর করে মিরপুর টেস্টের লড়াই চতুর্থ দিন পর্যন্ত টেনে নিয়েছে আইরিশরা।
টাকার-ম্যাকব্রেইনদের প্রতিরোধের দিনে স্বাভাবিকভাবেই ভক্তরা বোলিংয়ে খুঁজেছেন সাকিবকে। বলাই যায়, তিনি বোলিংয়ে আরেকটু বেশি সময় দিলে দিনের গল্পটা হতে পারত ভিন্ন রকম। সবমিলে, সাকিবের হঠাৎ বল বিমুখ হওয়ার ঘটনায় তোলপাড় ক্রিকেটপাড়া।
ডোনাল্ড বলেছেন, ‘আমার বলতেই হবে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাকে (সাকিব) দেখে তো ফিটই মনে হয়েছে। সে কয়েকবার বাইরে বের হয়েছে, বাথরুমের বিরতির জন্য। আমি ঠিক নিশ্চিত নই। সে হয়তো বাকিদের একটা সুযোগ দিতে চেয়েছে, কাজটা করার জন্য। আমি সত্যিই জানি না, সে আজকে বেশি বোলিং করেনি কেন।’
এসজি