একাধিক সেঞ্চুরির আক্ষেপ সিডন্সের
প্রথম দিন উইকেট পড়েছে ১২টি। দ্বিতীয় দিনও তাই। দুই দিনে মিলে খেলা হয়েছে ১৭৭.৫ ওভার। রান উঠেছে ৬১০। ওভারপ্রতি ৩.৪৩৬ করে। বোঝাই যাচ্ছে পিচ ছিল বোলারদের পক্ষে। দুই দলের পতন হওয়া ২৪ উইকেটের ১৯টিই নিয়েছেন স্পিনাররা। ম্যাচ এখন তৃতীয় দিনই শেষ হওয়ার পথে! কিন্তু বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন, তার আরও একাধিক সেঞ্চুরি আশা করেছিলেন। এ নিয়ে তিনি আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আক্ষেপে পুড়েছেন।
জেমি সিডন্স বলেন, ‘চারজনের সেঞ্চুরি করা উচিত ছিল। একজন পেরেছে। মিরাজ যেভাবে খেলছিল তাতে সঙ্গী পেলে সেও সেঞ্চুরি করতে পারত। সাকিব-লিটনের আরও উইকেটে থাকা প্রয়োজন ছিল। যাতে করে দলীয় সংগ্রহ ধরা-ছোঁয়ার বাইরে চলে যায় (৪০০ রান ছাড়িয়ে যাওয়া)। দুইজনই সেঞ্চুরি করতে পারত।’
সিডন্সের এই আক্ষেপ আবার দূর হয়েছে শেষ বেলা আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নিতে পারায়। তিনি বলেন, ‘দিন শেষে আয়ারল্যান্ডের ৪ উইকেট নেই দেখে ভালো লাগছে।’
চাপে পড়ে পরে ফিরে এসে এভাবে ব্যাটিং করার মাঝেও সিডন্স নেতিবচাক হিসেবে দেখছেন শেষ ৫ উইকেটের পতনকে। তিনি বলেন, ‘শেষ সেশনে আমরা ৫ উইকেট হারিয়েছি। এটি ছিল দিনের একটি নেতিবাচক দিক।’
চাপে পড়ার পরও দ্রুত রান করাটা ছিল দলীয় পরিকল্পনারই অংশ বলে জানান সিডন্স। তিনি বলেন, ‘আমরা কিছুদিন থেকে এরকম (আগ্রাসী) খেলার মানসিকতা রপ্ত করার চেষ্টা করছি। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হওয়ায় আমরা বেশি আত্মবিশ্বাস ছিলাম। আমাদের বড় স্কোর গড়া শিখতে হবে।’
এমপি/এসজি