এক ঢিলে দুই পাখি মারল কলকাতা
সাকিব আল হাসানকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিকে পুরোদমে সার্ভিস দিতে পারবেন না লিটন দাসও। বিপাকে পড়ে সাকিবের পরিবর্তে জেসন রয়কে দলে ভিড়িয়েছে তারা। তাতে ওপেনিংয়ে পেয়ে গেল লিটনের বদলি। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারল কলকাতা।
গত বছর আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন জেসন। তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। তবে টুর্নামেন্ট শুরুর পর ইংলিশ ওপেনারকে ২.৮ কোটি রুপি দিয়ে কিনতে হলো কলকাতাকে। ফ্র্যাঞ্চাইজিটি সাকিব ও লিটনকে কিনেছিল মোট ২ কোটি রুপিতে।
নিলামে সেরা দলই সাজায় কলকাতা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খায় তারা। আইপিএল ছিটকে যায় তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র না দেওয়ায় সাকিব ও লিটনকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।
শক্তি হারানো কলকাতা ১৬তম আসরের শুরুটা রাঙাতে পারেনি জয়ে। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টি আইনে হারে ৭ রানের ব্যবধানে। আগামীকাল (৬ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। তার আগেই জেসনকে দলে ভেড়াল তারা।
কলকাতা ছাড়াও আইপিএলে দিল্লি ক্যাপিটালস, গুজরাট লায়ন্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন জেসন। সবশেষ ২০২১ মৌসুমে তাকে দেখা গেছে সানরাইজার্সের জার্সিতে।
এসজি