শ্রীলঙ্কাকে উড়িয়ে সমতায় ফিরল নিউজিল্যান্ড
টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের পর নিউজিল্যান্ড সফরে জয়ের খাতা খুলে শ্রীলঙ্কা। প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় সুপার ওভারের রোমাঞ্চে। কিন্তু জয়ের ধারায় থাকতে পারল না সফরকারীরা। উল্টো দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।
বুধবার (৫ এপ্রিল) ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে কিউইরা জিতেছে ৯ উইকেট ব্যবধানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ ওভারে ১৪১ রানে অলআউট হয় লঙ্কানরা। সহজ লক্ষ্য তাড়ায় ৩২ বলে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এদিন অ্যাডাম মিলনের গতিতে সর্বনাশ হয়েছে শ্রীলঙ্কার। ৪ ওভারে ২৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি, যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বোলিং। মিলনের দিনে দুই অঙ্কের রান ছুঁতে পারে মাত্র চার লঙ্কান ব্যাটার- কুশাল মেন্ডিস (১০), কুশাল পেরেরা (৩৫), ধনাঞ্জয়া ডি সিলভা (৩৭) এবং আসালাঙ্কা (২৪)।
ব্যাটারদের ব্যর্থতার পর মুখ থুবড়ে পড়ে সফরকারী বোলাররাও। প্রতিপক্ষের একটি মাত্র উইকেটের পতন ঘটাতে পারেন তারা। কিউই ওপেনার চ্যাড বোয়েসকে ৩১ রানে আউট করেন কাসুন রাজিথা। এরপর টিম সেইফার্ট এবং টম লাথামের অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটিতে অনায়াস জয় পায় নিউজিল্যান্ড।
সেইফার্ট অপরাজিত ছিলেন ৭৯ রানে। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৬ ছক্কার মার। ৩০ বলে ২০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক লাথাম। আগামী ৮ এপ্রিল কুইন্সটাউনে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন তারা।
এসজি