পক্ষকালের ব্যবধানে মুশফিকের ২ সেঞ্চুরি
আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মুশফিকুর রহিম আরও একটি সেঞ্চুরির দেখা পেয়েছেন। পক্ষকালের ব্যবধানে আজ আবার পেলেন সেঞ্চুরি। মার্চ মাসের ২০ তারিখ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার পর আজ তিনি একমাত্র টেস্টের দ্বিতীয় দিনও তুলে নিয়েছেন সেঞ্চুরি। টেস্ট এটি ছিল তার ১০ম সেঞ্চুরি।
ওয়ানডে সেঞ্চুরির মত টেস্টের সেঞ্চুরি করার সময় মুশফিককে শঙ্কায় পড়তে হয়নি। ওয়ানডেতে তিনি সেঞ্চুরি করেছিলেন ইনিংসের শেষ বলে। কিন্তু টেস্ট সে রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে কঠিন সময়ে তাকে ব্যাট হাতে নামতে হয়েছিল।
মুশফিক যখন ক্রিজে নামেন, তখন দলের ক্রান্তিকাল। ৪০ রানে নেই ৩ উইকেট । আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করেও বাংলাদেশ দল তখন চাপে। এমন কঠিন পরিস্থিতিতে তিনি ত্রাতা হিসেবে হাজির হন। সঙ্গী হিসেবে পেয়ে ছিলেন সাকিবকে। সাকিব সেঞ্চুরি বঞ্চিত হলেও মুশফিক তুলে নেন সেঞ্চুরি। সাকিব ৮৭ রানে আউট হয়ে যান। মুশফিক সেঞ্চুরি তুলে নেন ১৩৫ বলে ১ ছক্কা ও ১৩ চারে । মার্ক অ্যাডায়ারবে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করে মুশফিক লুটিয়ে পড়েন মাটিতে। সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমপি/আরএ/