বাংলাদেশে আর্জেন্টিনা কাবাডি দল
বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের আসার বিষয়টি এখনো আলোচনার মধ্যে সীমাবদ্ধ। এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছে দেশটির জাতীয় কাবাডি দল।
শুক্রবার (১০ মার্চ) সকাল ৮টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনা দল। অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে তাদের পরবর্তী গন্তব্য হবে পল্টনের এক হোটেলে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ এসেছেন তারা।
টুর্নামেন্টের তৃতীয় সংস্করণের খেলা শুরু হবে আগামী সোমবার। এবার বঙ্গবন্ধু কাপে লড়বে ১২টি দল। ২০২১ ও ২০২২ সালে প্রথম দুই আসরে অংশ নিয়েছিল ৮ দেশ। গত বছরই এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু অজানা কারণে সেটা হয়নি।
এবার সবার আগে পৌঁছেছে আর্জেন্টিনা দল। আজই পৌঁছানোর কথা চাইনিজ তাইপের। আগামীকাল আসার কথা রয়েছে আরও ৮ দলের: শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরাক, কেনিয়া ও পোল্যান্ড। আসর শুরুর পরদিন, মঙ্গলবার পৌঁছাবে ইংল্যান্ড দল।
এসএন