সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

লন্ডন সম্মেলনে ইউক্রেনকে সমর্থনে চার পদক্ষেপ  

ছবিঃ সংগৃহীত

ইউক্রেন সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউক্রেনকে সহায়তার জন্য চারটি প্রধান পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ইউরোপের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনের পক্ষে নেওয়া এই পদক্ষেপগুলো দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সহায়ক হবে।

রোববার (২ মার্চ) লন্ডনের ল্যাংকেস্টার হাউসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নেন। সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে চলমান যুদ্ধে আরও কার্যকর সহায়তা দেওয়া এবং ভবিষ্যতে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা। কিয়ার স্টারমার বলেন, ‘আমাদের দায়িত্ব নিতে হবে এবং ইউক্রেনকে সহায়তায় নিজেদের ভূমিকা আরও জোরালো করতে হবে।’

সম্মেলনে ইউক্রেনের জন্য চারটি প্রধান পদক্ষেপ নেওয়া হয়। প্রথমত, যুদ্ধ চলাকালে দেশটিতে সামরিক সহায়তা অব্যাহত রাখা হবে এবং রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। দ্বিতীয়ত, ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে ইউরোপের দেশগুলো। তৃতীয়ত, ভবিষ্যতে ইউক্রেনের ওপর রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে শান্তিচুক্তির ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চতুর্থত, ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠন করা হবে, যা দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এছাড়া, যুক্তরাজ্য ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ১৬০ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ ব্যয়ে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে, যা মূলত দেশটির আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হবে।

তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চললেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র এতদিন ইউক্রেনের প্রধান সহায়তাকারী থাকলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অবস্থান দুর্বল হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুই দেশের নির্ধারিত চুক্তি বাতিল করা হয়। এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা নতুন পরিকল্পনা নিতে বাধ্য হয়েছে।

লন্ডনের এই সম্মেলনে ইউরোপের নেতাদের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও উপস্থিত ছিলেন। ইউক্রেনের জন্য নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দেশটি আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেও যুদ্ধের সমাপ্তি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

Header Ad
Header Ad

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর পত্নীতলা ও পাবনার সাঁথিয়া উপজেলায় গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া মালামাল, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়ার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় ডাকাতেরা গাছ ফেলে রাস্তা অবরোধ করে। এরপর তারা একটি বাস ও মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়। তদন্তের ভিত্তিতে রোববার রাতে পুলিশ জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়ায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত করাত, হাসুয়া, প্লাস ও একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ছাড়া লুট হওয়া একজোড়া কানের দুল ও ছয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, শুধু নওগাঁর পত্নীতলাই নয়, গত শুক্রবার (১ মার্চ) পাবনার সাঁথিয়ায় অন্তত ১০টি বাসে ডাকাতিতে তারা জড়িত ছিল।

 

ছবি : ঢাকাপ্রকাশ

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও জয়ব্রত পাল, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েতুর রহিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে সালিশি বৈঠকে সংঘর্ষ, ৭০ দোকান ভাঙচুর, থমথমে পরিস্থিতি

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির এক নেতাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় শোলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর করা হয়, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, একটি ওরশকে কেন্দ্র করে আগে থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের সময় হঠাৎ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় ইটের ঢিল ছোড়া হয়। এরপরই মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করা হয় এবং একাধিক দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রয়েছেন—উপজেলা বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।

এ বিষয়ে আহত বিএনপি নেতা শুকুর মাহমুদ বলেন, "আমি সালিশ বৈঠকে বসার পর কিছু ছেলে হঠাৎ আমার মাথায় ইটের ঢিল মারে। রক্ত বের হতে দেখে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাই। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে।"

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Header Ad
Header Ad

শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 'দ্য বোট' নির্মাণের পদক্ষেপ নেওয়া হয় বেশ কয়েক বছর আগে। কার্যক্রম শুরুরও কয়েক বছর হয়ে গেছে। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। উল্টো গত বছরের আগস্টে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র গ্রহণের প্রক্রিয়া বাতিল করা হয়। এবার বদলে ফেলা হলো। স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।

সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। মিরপুর শের-ই-বাংলায় দুপুরে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু।

নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন, 'ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।'

নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। এর আগে বাতিল করা হয়েছিল স্টেডিয়ামের দরপত্র।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পাল্টে ‘জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার
টাঙ্গাইলে সালিশি বৈঠকে সংঘর্ষ, ৭০ দোকান ভাঙচুর, থমথমে পরিস্থিতি
শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড
২০৩০ দশকে এআই মানবসভ্যতাকে ধ্বংস করতে পারে: ইলন মাস্ক
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১
দল না পাওয়া সেই আজিঙ্কা রাহানে কেকেআরের নতুন অধিনায়ক
ওএসডি হলেন দেশের ২৯ সিভিল সার্জন
উপদেষ্টা হিসেবে ফারুকী ঠিক আছেন: প্রিন্স মাহমুদ
খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে: প্রেস সচিব
প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই: আপিল বিভাগ
ভোক্তা পর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম
বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে না পারলে কী করবেন?
শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতির ঘটনায় আরও ২ জন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড থেকে খালাস
সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার  
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন
মিঠাপুকুরে স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ওসির বাড়িতে ডাকাতি: গুলি করে নিয়ে গেছে ৩টি গরু  
ওবায়দুল কাদের দেশেই আছেন দাবি সাংবাদিক ইলিয়াসের