পুরো গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরিকল্পনা ইসরায়েলের

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে চাপে ফেলতে বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এর মধ্যে অন্যতম পরিকল্পনা হলো—উত্তর গাজা থেকে বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পর প্রয়োজনে পুরো গাজা উপত্যকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা।
ইসরায়েলের সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধের পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়েও পদক্ষেপ নিতে চায় ইসরায়েল।
প্রতিবেদনে আরও বলা হয়, চূড়ান্ত পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল যুদ্ধে পুরোপুরি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। এতে আগে মার্কিন প্রশাসন কর্তৃক আটকে রাখা ভারী বোমা এবং নতুন প্রশাসন কর্তৃক ইসরায়েলে পাঠানো বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হতে পারে গাজায়। সূত্র: টাইমস অব ইসরায়েল
