সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন    

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও এখনো এর বিচার হয়নি, তদন্ত শেষ হয়নি। বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ বারবার পেছানোয় বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, যা নিহতদের পরিবারসহ সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

আজ পর্যন্ত তদন্তে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ১১৬ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানোর পর, আদালত নতুন করে ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলার অগ্রগতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

রোববার (২ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

এ মামলার আসামিরা হলেন, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের 'বন্ধু' তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আটক রয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। গত ৩০ সেপ্টেম্বর দম্পতি সাগর ও রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তাদেরকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়।

একইসঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়। পরে ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

Header Ad
Header Ad

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন।

২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন বিশেষ জজ আদালত।

২০২৪ সালে ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন।

Header Ad
Header Ad

লন্ডন সম্মেলনে ইউক্রেনকে সমর্থনে চার পদক্ষেপ  

ছবিঃ সংগৃহীত

ইউক্রেন সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউক্রেনকে সহায়তার জন্য চারটি প্রধান পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ইউরোপের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনের পক্ষে নেওয়া এই পদক্ষেপগুলো দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সহায়ক হবে।

রোববার (২ মার্চ) লন্ডনের ল্যাংকেস্টার হাউসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নেন। সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে চলমান যুদ্ধে আরও কার্যকর সহায়তা দেওয়া এবং ভবিষ্যতে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা। কিয়ার স্টারমার বলেন, ‘আমাদের দায়িত্ব নিতে হবে এবং ইউক্রেনকে সহায়তায় নিজেদের ভূমিকা আরও জোরালো করতে হবে।’

সম্মেলনে ইউক্রেনের জন্য চারটি প্রধান পদক্ষেপ নেওয়া হয়। প্রথমত, যুদ্ধ চলাকালে দেশটিতে সামরিক সহায়তা অব্যাহত রাখা হবে এবং রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। দ্বিতীয়ত, ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে ইউরোপের দেশগুলো। তৃতীয়ত, ভবিষ্যতে ইউক্রেনের ওপর রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে শান্তিচুক্তির ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চতুর্থত, ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠন করা হবে, যা দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এছাড়া, যুক্তরাজ্য ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ১৬০ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ ব্যয়ে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে, যা মূলত দেশটির আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হবে।

তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চললেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র এতদিন ইউক্রেনের প্রধান সহায়তাকারী থাকলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অবস্থান দুর্বল হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুই দেশের নির্ধারিত চুক্তি বাতিল করা হয়। এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা নতুন পরিকল্পনা নিতে বাধ্য হয়েছে।

লন্ডনের এই সম্মেলনে ইউরোপের নেতাদের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও উপস্থিত ছিলেন। ইউক্রেনের জন্য নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দেশটি আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেও যুদ্ধের সমাপ্তি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

Header Ad
Header Ad

সেকেন্ড রিপাবলিক ‘তত্ত্ব’ থেকে সবাই একটু সাবধান থাকবেন : মির্জা আব্বাস  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবিঃ সংগৃহীত

নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেকেন্ড রিপাবলিক ‘তত্ত্ব’ সম্পর্কে সবাইকে ‘একটু’ সাবধান থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার ইস্কাটনে দলের এক ইফতার মাহফিলে তিনি বলেন, “ইদানিং নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম। আমি তা নিয়ে সমালোচনা করব না; আপনারা সেই স্লোগান সম্বন্ধে একটু সাবধান থাকবেন।”

মির্জা আব্বাস বলেন, “আজ পত্রিকায় এসেছে; সকালে দেখলাম। আমিও বুঝি না এটার অর্থ কী? আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে। এখনো বুঝতে পারি নাই ‘সেকেন্ডে রিপাবলিক’ কী। আপনারা বুঝেছেন কিনা জানি না।

“অর্থাৎ একটা উছিলা ধরে, একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে; দয়া করে খেয়াল রাখবেন।”

বিএনপির এই নেতা মনে করেন, “এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, সেই ফাটল দিয়েই কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে; দেশটাকে ধ্বংসের চেষ্টা করবে।”

রাজধানীর ‘এতিম, ওলামা ও মাশায়েখদের’ নিয়ে এই ইফতার মাহফিল করে বিএনপি। যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতারে ফার্মগেট ইসলামিয়া মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার কয়েকশ শিশু অংশ নেয়।

মির্জা আব্বাস বলেন, “আপনাদের (এতিম-ওলামা-মাশায়েখ) মত, একই রকম পোশাক পরা এক শ্রেণী, ওরা এটাকে বাতাস দিয়ে যাচ্ছে।

“দয়া করে আপনারা ওই দিকটা একটু সামাল দেবেন। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্ব এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলে।”

ইফতারে ওলামা-মাশায়েখদের মধ্যে ছিলেন সুবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা ও মিরেশ্বরাই দরবার শরীফের পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

ছিলেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ধর্মবিষয়ক সহসম্পাদক আব্দুল বারী ড্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব কাজী মোহাম্মদ আবুল হোসেনও।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া  
লন্ডন সম্মেলনে ইউক্রেনকে সমর্থনে চার পদক্ষেপ  
সেকেন্ড রিপাবলিক ‘তত্ত্ব’ থেকে সবাই একটু সাবধান থাকবেন : মির্জা আব্বাস  
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮  
খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে শুনানি আজ  
ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা 
মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা
বিশ্বের সাথে একই দিনে রোজা-ঈদ পালনের পথ খোঁজার অনুরোধ তারেক রহমানের
ঢাকায় ছিনতাইবাজদের খপ্পরে জনপ্রিয় অভিনেতা, চিনতে পেরে বলল ‘মোবাইল নেওয়ার দরকার নাই’
প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ
নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ
গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ
সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে
লেবুর ডাবল সেঞ্চুরী
দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ পদক্ষেপ