তাইজুলের ঘূর্ণিতে পাকিস্তানের দুই ওপেনারের বিদায়
মিরপুর টেস্টে পাকিস্তানের দুই ওপেনারকে থামালেন স্পিনার তাইজুল ইসলাম। যাদের দারুণ শুরুতে চট্টগ্রাম টেস্টে জয়ের ভিত পেয়ে গিয়েছিল সফরকারী পাকিস্তান। প্রথম সেশন শেষে ৭৮ রান তুলেছে পাকিস্তান। হারিয়েছে ২ উইকেট।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় বা শেষ টেস্টেও দেখেশুনে খেলছিলেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও আবিদ আলী। তবে তাইজুলের ঘূর্ণিতে মধ্যাহ্ন বিরতির আগেই বিদায় নেন দুজনই।
তাদের মধ্যে প্রথমে সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। প্রথম ইনিংসের ১৯তম ওভারে তাইজুলের বলে বোল্ড আউট হন শফিক। ৫০ বল থেকে ২৫ রান করেন তিনি। ফলে ৫৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি।
এরপর বিদায় নেন আরেক ওপেনার আবিদ আলীও। আউট হওয়ার আগে অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাত ছাড়া হলো তার। কারণ তাইজুলের বলে কাট শট খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্ট্যাম্পে। ফলে ৩৯ রানে থেমে যায় তার ইনিংস।
তৃতীয় উইকেট জুটিতে ব্যাট করছেন অধিনায়ক বাবর আজম ও আজহার আলী। বাবর ৫২ ও আজাহার ২৮ রানে অপরাজিত আছেন।
আজ শনিবার(০৪ ডিসেম্বর) থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ মধ্যকার পাঁচ দিনের দ্বিতীয় বা শেষ টেস্ট শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
এসআইএইচ