আবারও অষ্ট্রেলিয়ার শিরোপা, না দক্ষিণ আফ্রিকার প্রথম
‘বি’ গ্রুপ থেকে সেমি ফাইনালে উঠে আসা ইংল্যান্ড ও ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ‘এ; গ্রুপের দুই দল অস্ট্রেলিয়া ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে দুই দল মুখোমুখি হবে আগামীকাল রবিবার কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
ফাইনালের মঞ্চ অস্ট্রেলিয়ার জন্য চিরচেনা হলেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম। আগের ৭ আসরের মাঝে প্রথমবার ছাড়া প্রতিবারই অস্ট্রেলিয়া ফাইনাল খেলেছে। যেখানে শিরোপা জিতেছে ৫ বার। ২০১৬ সালে পঞ্চম আসরে তারা উইন্ডিজের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার কী নতুন চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আফ্রিকাকে পাওয়া যাবে, না অস্ট্রেলিয়ার সোকসের আলো আরও বৃদ্ধি পাবে ষষ্টবার শিরোপা জিতে।
একই গ্রুপ থেকে দুইপি দল উঠে আসাতে দুই দলের সাক্ষাৎ হয়েছিল একবার। যেখানে জয়ী দলের নাম ছিল অস্ট্রেলিয়া। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত ও শতভাগ জয় পাওয়া দল অজিরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ৬ উইকেটে।
দক্ষিণ আফ্রিকার করা ৬ উইকেটে ১২৪ রানের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া সেই রান তাড়া করেছিল ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে।
গ্রুপ পর্বে অজিদের সামনে কোনো দলই দাঁড়াতে পারেনি। তবে সেমিতে এসে তারা ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের শক্ত প্রতিরোধের মুখে পড়িছিল। জিতেছিল ৫ রানে। আগে ব্যাট করে অজিরা ৪ উইকেটে ১৭২ রান করেছিল। ভারত জবাব দিতে নেমে করেছিল ৮ উইকেটে ১৬৭ রান।
অপর সেমিতে দক্ষিণ আফ্রিকাও ভালো প্রতিরোধের মুখে পড়েছিল।শেষ বলে তুলে নিয়েছিল জয়।
এমপি্/এমএমএ/