দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড
ওয়েলিংটনে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিউজিল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও জ্বলে উঠতে পারছে না কিউইরা। উল্টো ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। আগামীকাল তৃতীয় দিন শুরু করবে ২৯৭ রানে পিছিয়ে থেকে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেসিন রিজার্ভে ৮ উইকেটে ৪৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাব দিতে ৭ উইকেটে মাত্র ১৩৮ রানের পুঁজি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।
ব্যাটাররা ব্যর্থ হলেও দিনের শুরুতে জ্বলে উঠেছিল কিউই বোলাররা। এদিন মাত্র ২ রান করতেই হ্যারি ব্রুককে আউট করেন ম্যাট হেনরি। ইংলিশ এই ব্যাটার প্রথম দিনে অপরাজিত ছিলেন ১৮৪ রানে।
ব্রুক ও জো রুটের ৩০২ রানের জুটি ভাঙার পর বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সফরকারীরা। উইকেটে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কেবল রুট। ইনিংস ঘোষণার আগ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে।
দ্বিতীয় দিনে হেনরি ছাড়াও জোড়া আঘাত হানেন ব্রেসওয়েল। তিনি আউট করেন বেন ফোকস (০) ও স্টুয়ার্ট ব্রডকে। ২৮ বলে ২৭ রান করা বেন স্টোকসে থামান নেইল ওয়েগনার। হেনরির দ্বিতীয় শিকার হন স্টুয়ার্ট ব্রড। সবমিলে ৪ উইকেট শিকার করে তিনিই ছিলেন কিউইদের সফল বোলার।
ব্রুক-রুটের দুর্ধর্ষ ব্যাটিংয়ের পর জিমি অ্যান্ডারসন ও জ্যাক লিচের দুর্দান্ত বোলিংয়ে ধস নামে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে। মাত্র ৯৬ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা, যা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন অ্যান্ডারসন (৩/৩৭) এবং লিচ (৩/৪৫)।
অ্যান্ডারসনের পেসে প্রথম তিন উইকেট হারায় কিউইরা। ইংলিশ পেসার একে একে শিকার করেন-ডেভন কনওয়ে (০), কেন উইলিয়ামসন (৪) এবং উইল ইয়ং (২)। অ্যান্ডারসনের জাদুকরী স্পেলের পর লিচের স্পিনে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।
লিচ শিকার বানান টম লাথাম (৩৫), হেনরি নিকোলস (৩০) এবং ড্যারিল মিচেলকে (১৩)। নিউজিল্যান্ডের সপ্তত উইকেটের পতন ঘটান স্টুয়ার্ট ব্রড। দুর্দান্ত এক ফিরতি ক্যাচে ব্রেসওয়েলকে (৬) প্যাভিলিয়নে পাঠান এই পেসার। পরক্ষণেই বৃষ্টির বাগড়া। বন্ধ হয়ে যায় খেলা।
আকাশের কান্নায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তৃতীয় সেশনের অর্ধেকের বেশি পরিত্যক্ত হয়। উইকেট ছিলেন টম ব্লান্ডেল (২৫) এবং টিম সাউদি (২৩)।
এমএমএ/