বাংলাদেশে ট্যালেন্টের কমতি দেখেন না সৌরভ
বাংলাদেশে পা রাখার পর থেকেই ব্যস্ত সময় কাটছে সৌরভ গাঙ্গুলির। ক্রিকেটের বাইরে ব্যস্ততার ভিড়েও বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রশংসার ফুলঝুরি ঝড়ছে প্রিন্স অব কলকাতার মুখ থেকে। সফরের প্রথম দিনে এ দেশের ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা জানান তিনি। দ্বিতীয় দিনে সৌরভ টাইগার ক্রিকেটারদের প্রশংসায়, যিনি বাংলাদেশ ক্রিকেটে ট্যালেন্টের কমতি দেখেন না।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সৌরভ বলেছেন, ‘বাংলাদেশে প্রচুর ভালো খেলোয়াড়। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষ, এখান থেকে এত এত ট্যালেন্ট বের হয়ে ক্রিকেটে। ব্যাটিং, বোলিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা।’
বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। এবার এই দুইজন ছাড়াও আইপিএলে দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। এখানেই বাংলাদেশ ক্রিকেটারদের উন্নতির ছাপ দেখছেন সৌরভ।
সাবেক ভারতীয় ওপেনার বলেছেন, ‘মোস্তাফিজুর দিল্লি ক্যাপিটালসে আছে। সাকিব বহুবার খেলেছে কেকেআরে (কলকাতা নাইট রাইডার্সে)। সাকিব আইপিএলে উইনিং টিমে ছিল। মোস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে থেকেছে, সানরাইজার্সে। আপনাদের এখানে এত ট্যালেন্ট, তারা যখন অন্য দেশে যায়, অন্য টিমে খেলে, সেখানেও তারা প্যারফরম্যান্স করে।’
এসজি