সৌরভ বললেন, ইংল্যান্ডকে হারিয়ে দেবে বাংলাদেশ
সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন বাংলাদেশে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লাল-সবুজ দেশে পা রেখেছে ক্রিকেটের জনকরা। একইদিনে দুই দলের সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার বললেন, ইংল্যান্ডকে হারিয়ে দেবে বাংলাদেশ।
ক্রিকেটে এখন আরও শক্তিধর ইংল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই সংস্করণের বিশ্বকাপেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশ সফরে এসেছে সর্বশক্তির দল নিয়ে। তাই হোম কন্ডিশন হলেও আসন্ন দুই সিরিজে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের সামনে। কঠিন পরীক্ষায় তামিম-সাকিবদের জয় দেখছেন সৌরভ।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌরভ। এরপরই টাইগারদের নিয়ে আশার বাণী শোনান ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোলের (বিসিসিআই) সাবেক সভাপতি।
সৌরভ বলেছেন, ‘এর আগে একবার ভারত বাংলাদেশে এসেছিল বছর পাঁচ ছয়েক আগে। ওয়ানডে সিরিজ জিতেছিল (বাংলাদেশ)। ইংল্যান্ড এসেছে, পাপন ভাই বললেন, ‘আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি।’ আমি বললাম, ‘আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। আপনাদের এখানে ঠিকমতো খেললে, আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।’
এসজি