বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে খেলার সুযোগ দেখছেন সৌরভ
বছরের শেষে ভারতে হবে ক্রিকেটারদের মিলনমেলা। এশিয়ার দেশটিতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ওই আসরে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার সুযোগ দেখছেন সৌরভ গাঙ্গুলি।
বলা বাহুল্য, ওয়ানডে ফরম্যাটে সমীহ করার মতো প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও এই মঞ্চে বড় সাফল্য নেই টাইগারদের, তবে উন্নতির ধারা অব্যাহত রেখে বিশ্বমঞ্চে। এখন যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে সাকিব-তামিমদের। বিশেষ করে এশিয়ার কন্ডিশনে।
বাংলাদেশ ও ভারত, দুই প্রতিবেশি দেশের কন্ডিশনে নেই তেমন পার্থক্য। এখানকার উইকেট বরাবরই স্পিনারদের স্বর্গরাজ্য। আর বাংলাদেশও স্পিন শক্তিতে বলিষ্ঠ। যদি ভারতে ওয়ানডে বিশ্বকাপে স্পিনারদের পাশাপাশি টাইগার পেসাররাও ছন্দে থাকে, তাহলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সৌরভ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রিন্স অব কলকাতা বলেছেন, ‘বাংলাদেশকে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য থাকে আর ফর্ম থাকে। আপনাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে, তারা কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।’
এসজি