ঢাকায় পৌঁছেছে ইংলিশরা
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তারা দুই ভাগে বিভক্ত হয়ে এসেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৮টায় কাতার ও অ্যামিরেটস এয়ারলাইন্সের দুইটি বিমানে আলাদা আলাদা করে ২২ জনের দল ঢাকায় এসে পৌঁছায়। এভাবে দুই বিমানে আসার কারণ সবাই ইংল্যান্ড থেকে আসেননি। কেউ এসেছেন ইংল্যান্ড থেকে। কেউবা ফ্রাঞ্চাইজি লিগ খেলে অন্য কোনো দেশ থেকে।
খবরে জানা গেছে, আজ সারাদিন বিশ্রাম নেবেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবেন তারা।
ম্যাচের সময়সূচি অনুযায়ী জানা গেছে, দিবারাত্রির ম্যাচ দিয়ে আগামী ১ মার্চ থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, ডেভিড মালান, আদিল রশিদ, পিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড, বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডান।
এদিকে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলেও টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও দল দিতে পারেনি বিসিবি।
এসআইএইচ