অ্যাশেজে ওপেন করতে চান ওয়ার্নার
ক্রিকেটের লংগার ভার্সনে ভালো সময় কাটছে না ডেভিড ওয়ার্নারের। সবশেষ তিন বছরে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন মোটে একটি। সম্প্রতি ইনজুরির কারণে ছিটকে গেছেন বোর্ডার-গাভাস্কার সিরিজ থেকে। তাতে লাল বলের ক্রিকেটে গুঞ্জন উঠেছে অস্ট্রেলিয়ান ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। যদিও এ নিয়ে চিন্তিত নন ওয়ার্নার। উল্টো চলতি বছরে অ্যাশেজে ওপেন করতে চান তিনি।
বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। কনুইয়ের ইনজুরিতে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ওয়ার্নার। পেসার জশ হ্যাজলউড ও বোলিং অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাড়ি ফেরার বিমান ধরেছেন তিনি।
সিডনি ফেরার আগে ওয়ার্নার বলেছেন, ‘আমি সব সময় বলেছি যে আমি ২০২৪ সাল পর্যন্ত খেলব। যদি নির্বাচকরা মনে করেন যে আমি আমার জায়গার জন্য যোগ্য নই, তাহলে তাই হোক এবং আমি সাদা বলের দিকে নিজেকে ঠেলে দিতে পারি। আমার কাছে পরের ১২ মাস আছে, দলের জন্য অনেক ক্রিকেট সামনে আছে। যদি আমি রানের ধারায় থাকি তাহলে (টেস্টে) নিজের জায়গা অক্ষুণ্ন রাখতে পারব।’
এসজি