হাথুরুসিংহের ক্লাসের প্রথম দিন!
জাতীয় দলের যখন কোনো আর্ন্তজাতিক সিরিজ থাকে, তখন অনুশীলনেও থাকে একই রকম ড্রেস। বলা যায় বাংলাদেশ দলের ক্রিকেটারার এক এক সিরিজ বা টুর্নামেন্টে একেক রকম পোষাক পড়ে নেমে থাকেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সেখানে দেখা গেল ভিন্ন রকম এক চিত্র! তবে তা পোষাকে নয়, ন্যাড়া মাথায়। এক দুই জন নয়। গুনে গুনে চার চারজন ক্রিকেটার। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহেমেদ। প্রথম তিনজন মাত্রই পবিত্র ওমরাহ পালন করে এসেছেন। তাসকিন করেছেন আরও আগেই।
নতুন করে আবার বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে আসা লঙ্কান হাথুরুসিংহে আজই প্রথম তার কাজ শুরু করেছেন। তার প্রথ অ্যাসাইন্টমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল আগামীকাল শুক্রবার দুইভাগে আসবে বাংলাদেশে। ১ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
ন্যাড়া মাথার চার ক্রিকেটারকে আজই প্রথম এক সঙ্গে দেখা যায় মিরপুরে। এক সঙ্গেিএকাধিক সতীর্থকে এভাবে ন্যাড়া মাথায় দেখে অনেকেই মজা শুরু করেন তাদের মাঝে ছিলেন অন্যতম নাসুম আহমেদ। যদিও তিনি ওয়ানডে সিরিজে দলে ডাক পাননি।
এসব মজা করার মাঝে হাথুরুসিংহে দলের সকল ক্রিকেটারকে নিয়ে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন বিসিবির মিডিয়া সেন্টরের সংবাদ সম্মেলন কক্ষে। সেখানে তিনি তার চিন্তা-ভাবনা, ইংল্যান্ড সিরিজ নিয়ে পরিকল্পনা এই সব ক্রিকেটারদের অবগত করেন। এ বৈঠকে একমাত্র সাকিব আল হাসান ছাড়া আর সবাই উপস্থিত ছিলেন। সাকিব বিপিএলে তার দল ফরচুন বরিশাল বাদ পড়ার পরপরই পিএসএল খেলতে চলে যান পাকিস্তান। সেখানে তিনি একটি ম্যাচ খেলার পর পারিবারিক কারণে চলে যান যুক্তরাষ্ট্র। এখনো তিনি দেশে ফিরে আসেননি। এ ছাড়া, ছিলেন না মুমিনুল। তার না থাকার কারণ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নেই কোনও টেস্ট ম্যাচ। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে মাঠে ফিরে আসার পথে দেখা হয়ে যায় হাথুরুসিংহের।
হাথুরুর প্রথম পর্বে মুমিনুলের সঙ্গে সর্ম্পক খুব একটা ভালো ছিল না। টেস্ট ক্রিকেটে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে গড় ৫০-এর উপরে থাকার পরও হাথুরু তাকে টেস্ট দল থেকে বাদ দিয়েছিলেন। আবার টপ অর্ডারে খেলা মুমিনুলকে তিনি লো-অর্ডারেও খেলিয়েছিলেন।
এ নিয়ে তখন অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছিল কোচকে। কিন্তু এবার প্রথম দেখাতেই দুই জনকেই খুবই আন্তরিক মনে হয়েছে। দূর থেকে দুই জনকেই বেশ সৌহার্দ্যপূর্ণভাবে আলাপ করতে দেখা গেছে। দুই জনেই বেশ কিছু সময় কথা বলেন। এ সময় সবার দৃষ্টি ছিল এই দুই জনের দিকেই। কথা বলার ফাঁকে তারা পরস্পরের মোবাইল নম্বারও আদান-প্রদান করে সেভ করে নেন।
মোস্তাফিজের উত্থান হাথুরুসিংহের আমলেই। তার কাটারে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানা ঘায়েল হয়েছিলেন। কিন্তু মোস্তাফিজের সেই ধার এখন আর নেই। আজ তাই মোস্তাফিজ বোলিং শুরু করার আগে হাথুরুসিংহে তার সঙ্গে বেশ কিছু সময় আলাদাভাবে কথা বলেন।
এমপি/এমএমএ/