অস্ট্রেলিয়া ওয়ানডে দলে ফিরলেন ম্যাক্সওয়েল-মার্শ
চলছে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। এরপরই ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সীমিত ওভারের সিরিজটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারীরা। ওয়ানডে দলে ফেরানো হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে।
ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন দুই অলরাউন্ডার। ম্যাক্সওয়েল পড়েছিলেন পায়ের ইনজুরিতে এবং গোড়ালিতে চোট পেয়েছিলেন মার্শ। ইনজুরির কারণে সবশেষ বিগব্যাশ লিগে খেলা হয়নি তাদের। ম্যাক্সওয়েল-মার্শ ছাড়াও ঝাই রিচার্ডসনকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে সিরিজে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নার এবং অ্যাস্টন অ্যাগারকেও। হাতের ইনজুরির কারণে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ওয়ার্নার। ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে অ্যাগারকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ ওয়ানডে সিরিজে ঠিকই ওয়ার্নার ও অ্যাগারকে রেখেছে অজিরা। এই ফরম্যাটেও সফরকারীদের নেতৃত্বে থাকবেন প্যাট কামিন্স, যিনি পারিবারিক অসুস্থতার কারণে সফরের মাঝপথে দেশে ফিরেছেন।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, জশ ইনগ্লিস, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, ক্যামেরুন গ্রিন, অ্যাস্টন অ্যাগার এবং শন অ্যাবট।
এসজি