দিল্লির অধিনায়ক ওয়ার্নার, হায়দরাবাদের নেতৃত্বে মার্করাম
ভারত সফরে বাজে সময় কাটছে ডেভিড ওয়ার্নারের। তবুও অস্ট্রেলিয়ান ওপেনারের উপর গুরুভার অর্পণ করল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি ওয়ার্নারকে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে সানরাইরার্স হায়দরাবাদের নেতৃত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
আগামী ৩১ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১৬তম আসরের। তার আগে নেতৃত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটির এক সদস্য ক্রিকবাজকে বলেছেন, ‘ডেভিড (ওয়ার্নার) আমাদের অধিনায়ক হবেন এবং তার ডেপুটি হবেন অক্ষর প্যাটেল।’
মার্করামকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হায়দরাবাদের এক কর্মকর্তা। সম্প্রতি এসএ-২০ লিগে দারুণ পারফর্ম করেছেন এই প্রোটিয়া ব্যাটার। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে শিরোপা উল্লাস করেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
মার্করামের এই সাফল্য মনে ধরেছে হায়দরাবাদ কর্তৃপক্ষের। তাই প্রধান কোচ ব্রায়ান লারার সঙ্গে আলোচনার পর অধিনায়ক হিসেবে তাকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে এমনটা।
এসজি