হাথুরুসিংহের সহকারী হিসেবে দেশিদের চাইছে বিসিবি
জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ মানেই বিদেশি। দেশি কোচের সেখানে কোনো অস্তিত্বও থাকে না। এবার সে ধারা থেকে বের হয়ে আসতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় মেয়াদে সদ্য নিয়োগ পাওয়া লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহের সহকারী কোচের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশি কোচদের আবেদন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে হাথুরুসিংহের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘আজ সহকারী কোচের জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি-বিদেশি যারা আগ্রহী তারা আবেদন করবেন। আমি আরেকবার এখানে এই কথাটি জোর দিয়ে বলতে চাই, যখন এরকম আমরা বিজ্ঞাপন দেই, সাধারণত বিদেশিরা আবেদন করে। আমরা চাচ্ছি, দেশি যদি কেউ আগ্রহী থাকে, তারা যেন আবেদন করে।’
দেশিদের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘অনেক সময় কথাবার্তা শুনলে মনে হয় অনেকে আগ্রহী। কিন্তু কখনো আমাদের কাছে অ্যাপ্রোচ করে না বা আবেদন করেনি। এই দূরত্বটা দূর করার জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছি আজকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, দেশি-বিদেশি যারাই এই পদের জন্য আগ্রহী, তারা যেন আবেদন করে।’
বিসিবি সভাপতি এবার কোচিং স্টাফে দেশিদের সম্পৃক্ত করতে চান। যে কারণে হাথুরুসিংহের সহকারী হিসেবে না হলেও অন্য কোনো দায়িত্ব দিয়ে হলেও দেশিদের কাজের ক্ষেত্র তৈরি করে দিতে। তিনি বলেন, ‘এই পদে (সহকারী কোচ) হলে তো হলোই। যদি না হয়, তাহলে আমরা চেষ্টা করব অন্যান্য জায়গায় তাদের সুযোগ করে দিতে। যাতে ভবিষ্যতে তারা জাতীয় দলে আসতে পারে।’
এমপি/এসজি