শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সিনিয়রদের সঙ্গে হাথুরুর সর্ম্পক টক, ঝাল না মিষ্টি!

দ্বিতীয় দফায় চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব পালনের আগে থেকেই বাতাসে গুঞ্জন দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সর্ম্পকে কেমন হবে? টক, ঝাল না মিষ্টি! এর কারণও আছে।

প্রথমবার তিনি আসার পরপরই উইন্ডিজে সিপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসানকে মাঝপথ থেকেই ফিরিয়ে আনতে বাধ্য করেছিলেন। তার কারণেই মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। মুমিনুল হককে টেস্ট দলে থেকে বাদ দিয়েছিলেন। আবার তাকে লোয়ার অর্ডারে ব্যাটিংও করিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে বাদ দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদকে।

এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব টেস্ট না খেলে ছুটি নেওয়ায় সেটাও তিনি ভালোভাবে নেননি। ক্রিকেটের প্রতি সাকিবের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। যদিও ওই সফরের মাঝপথেই তিনি বিসিবির চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন কোনোরকম পেশাদারিত্বের নিয়ম-কানুনের বালাই না করেই।

এবার মাশরাফি ছাড়া বাকিরা এখনো খেলছেন। এদের মাঝে একমাত্র সাকিবই খেলছেন আবার তিন ফরম্যাটেই। তিনি আবার টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কও। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আবার ফিরে আসায় নতুনদের সঙ্গে কেমন হবে হাথুরুসিংহের সর্ম্পক। সাকিবের আন্তরিকতা নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, সেটিকে বর্তমানে কীভাবে দেখছেন? এসব প্রশ্ন ছুটে গিয়েছিল তার দিকে। কথায় পটু হাথুরুসিংহে জবাব দিয়েছেন বিচক্ষণতার সঙ্গে।

সিনিয়রদের সঙ্গে সর্ম্পক নিয়ে তিনি বলেন, ‘সিনিয়রদের সঙ্গে আমার একেবারেই কোনো সমস্যা নেই। সবার সঙ্গেই আমার কথা হয়েছে। সবাই চায় এখন দলের ভালো। প্রথমবারও আমি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি।’

সিনিয়রদের নিয়ে তিনি আশার কথাও শোনান। তিনি বলেন, ‘তারা ১০-১৫ বছর যাবৎ ভালো করে আসছে। যতদিন তারা খেলবে এইভাবে ভালো করে যাবে। তাদের ভূমিকার তেমন কোনো পরিবর্তন হয়নি। তারা বিশ্বমানের খেলোয়াড়। তারা তাদের নিজেদের ভূমিকা সর্ম্পকে জানে।’

প্রথমবারের তুলনায় এবারের হাথুরুসিংহে অনেক পরিণত, অভিজ্ঞতায় পুষ্ট। এই দুই সময়ের ব্যবধানে তার মাঝে পার্থক্য কী কী? জবাব দেবেন, কি দেবেন না, এটা ভেবে তিনি বলেন, ‘আমার বয়স বেড়েছে একটু।’

বয়স বাড়ায় নিজেকে আরও পরিণত মনে করছেন হাথুরু। প্রশ্নের শুরুতে একটু এড়িয়ে যেতে চাইলেও পরে হাসতে হাসতে বলেন, ‘এই চাকরি নেওয়ার সময় আমি ভেবেছি বড় পরিসরে। প্রথমবার বাংলাদেশে আসার সময় আমার আন্তর্জাতিক কোনো অভিজ্ঞতা ছিল না। কোথায় এসেছি জানতাম না। যে কারণে আমার নিজেকেও দেখার একটা বিষয় ছিল। কিন্তু এবার সেসবের কোনো বালাই নেই। এবার আমি জানি বাংলাদেশে কীভাবে কাজ করতে হবে। আমি নিজের সম্পর্কেও জানি। আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। আমার মূল লক্ষ্য বাংলাদেশকে ম্যাচ জেতানো।’

এই বাংলাদেশকে নিয়ে অনেক বেশি সম্ভাবনা দেখছেন জানিয়ে চন্ডিকা বলেন, ‘আমি বর্তমান বাংলাদেশকে নিয়ে অনেক বেশি সম্ভাবনাও দেখছি। একই রকম সম্ভাবনা দেখছি দেশের কোচদের উন্নতির ব্যাপারটি নিয়েও। ডেভিড মুর এসেছে। সে আমাকে অনেক সহায়তা করবে। পরের প্রজন্মকে আমি সামনে নিয়ে আসতে চাই।’

মাশরাফি অবসর নিয়েছিলেন হাথুরুসিংহের আমলেই। সেই মাশরাফি এখনো খেলছেন। এবারের বিপিএল তার বোলিং ছিল ঈর্ষান্বিত। মাশরাফির ফিরে আসার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠে সংবাদ সম্মেলনে। জবাবে হাথুরু সাফ ঠাট্টা করে জবাব দিয়েছিলেন, ‘নির্বাচনের জন্য?’ পরে সিরিয়াসলি জবাব দেন, ‘আমার মনে হয় না সে আর খেলবে।’

হাথুরুসিংহের যাত্রা শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তার মতো করে কোনো ক্রিকেটারকে এই সিরিজে চাওয়ার চেয়ে পর্যবেক্ষণ করবেন তিনি বেশি। হাথুরু বলেন, ‘আমি তাদের কারও সঙ্গে দেখা করিনি। নতুন কোনো ক্রিকেটারকে দেখিনি। আমি এই সিরিজে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করতে চাই। তাদের প্রসেস কী তা দেখতে চাই। ইদানিং তারা খুবই ভালো ক্রিকেট খেলছে। ভারতের বিপক্ষে তারা খুবই ভালো করেছে। দলের কোচিং স্টাফ ও দলের কাছ থেকে আমি অনেক বেশি তথ্য আশা করছি।’

এমপি/এসজি

Header Ad

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি

নিশাত রাসুল। ছবি: সংগৃহীত

জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির পরিচালক (যুগ্মসচিব) কাজী নিশাত রাসুলকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Header Ad

সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তা বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তাদের যে নিরাপত্তার প্রয়োজন, এটা আলোচিত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়ত আপনার দাবি যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায় সেই ক্ষেত্রে ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও উদ্বেগ জানিয়েছেন। আমরা সবাইকে বলবো, এই জাতীয় ধ্বংসাত্মক ও অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্মে আছে। কিন্তু ধংসাত্মক প্রক্রিয়া বেচে নিলে কারও কোনো লাভ হবে না।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Header Ad

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ফাইল ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার পর বেনাপোল থেকে দূরপাল্লার সকল বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজান বলেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন পরিবহন মালিক বেনাপোলস্থ চারজন পরিবহন স্টাফ এবং নৌ উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত হয় এখন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাস বেনাপোল চেকপোস্টের বন্দর টার্মিনালে যাত্রী নামিয়ে সেখানেই অবস্থান করতে পারবে। বন্দর টার্মিনাল থেকে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে। এ সময় রাস্তায় কোনোভাবে কোনো বাস দাঁড়াতে পারবেনা। তবে আন্ত জেলার বাসগুলো বেনাপোল পৌর বাস টার্মিনালেই থাকতে হবে ।সেখানেই যাত্রী নামাবে এবং সেখান থেকেই যাত্রী উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আন্তজনের কোনো বাসকে বেনাপোল চেকপোষ্টে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি আরো বলেন আমাদের প্রস্তাবিত দাবি মেনে নেয়ায় বেনাপোল থেকে সকল পরিবহন বাস চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে ঢাকা থেকে যেসব পরিবহন গুলো বেনাপোল আসে সেসব পরিবহন চেকপোস্ট টার্মিনাল থেকে যাত্রী উঠাতে পারবে এবং যাত্রী নামাতে পারবে ।তবে রাস্তায় কোনো বাস দাঁড়াতে দেয়া হবেনা।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা