২০২৪ বিশ্বকাপে চোখ রাখছে টাইগ্রেসরা
দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শতভাগ ব্যর্থ নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। গ্রুপপর্বে হেরেছে ৪ ম্যাচের প্রত্যেকটি। সবশেষ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে স্বাগতিকদের বিপক্ষে পরাস্ত হয়েছে ১০ উইকেট ব্যবধানে। বাড়ি ফেরার বিমান ধরার আগে জাহানারা আলমের বক্তব্যে জানা গেল যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রাখছে টাইগ্রেসরা।
২০১৪ সালে মেয়েদের এই ইভেন্টের আয়োজক ছিল লাল-সবুজের বাংলাদেশ। সেবারই প্রথম অংশ নেয় বাংলাদেশ। এরপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত খেলতে থাকে টাইগ্রেসরা। কিন্তু পাঁচবারের অংশগ্রহণে একবারও প্রথম রাউন্ডের বাধা টপকানোর সৌভাগ্য হয়নি মেয়েদের।
এক দশক পর ফের বাংলাদেশে হবে নারী ক্রিকেটারদের মিলনমেলা। কেননা, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক লাল-সবুজ দেশ। ওই ইভেন্টে কিছু করে দেখানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন জাহানারা আলম, ‘পরের বিশ্বকাপ আমাদের দেশে হবে। আশা করছি কন্ডিশন কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারব।’
বাংলাদেশের ৫ বিশ্বকাপ অভিযানের প্রতিটিতে ছিলেন জাহানারা। দেশসেরা এই নারী পেসার বলেছেন, ‘(দক্ষিণ আফ্রিকায়) আমরা তিনটা ম্যাচেই কাছাকাছি গিয়েছিলাম। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না। পরের বিশ্বকাপে হয়তো ভাগ্য পক্ষে থাকবে। আমাদের পরিকল্পনা কাজে লাগবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে ভুলে ভরা খেলার মাশুল দিয়েছে নারী দল। এ প্রসঙ্গে নিগার বলেছেন, ‘এটা খুব কষ্টের অনুভূতি। বিশেষ করে যে ক্যাচ ছাড়ে বা যে স্টাম্পিং মিস করেছে; তার আরও বেশি কষ্ট পাওয়ার কথা। সবাই ব্যথিত। তবে এখান থেকেই ইতিবাচক কিছু নিয়ে সামনে এগোতে হবে।’
এসজি