কামিন্সকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন অ্যান্ডারসন
গত সপ্তাহে মাউন্ট মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৬৭ রানে ধরাশায়ী হয়েছে নিউজিল্যান্ড। ইংলিশদের জয়ে অবদান রাখার পুরস্কার পেয়েছেন পেসার জিমি অ্যান্ডারসন। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে প্যাট কামিন্সকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন তিনি।
এতদিন র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠা বয়জ্যেষ্ঠ ক্রিকেটার ছিলেন ক্ল্যারি গ্রিমেট। ১৯৩৬ সালে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ান লেগস্পিনার। গ্রিমেটের পর সবচেয়ে বয়স্ক (৪০ বছর ২০৭ দিন) বোলার হিসেবে র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠলেন অ্যান্ডারসন। এখনো তিনি ইংল্যান্ড দলে অবিচ্ছিন্ন এক অংশ। তাকে নিয়ে খেলতে নেমে সবশেষ ১১ ম্যাচের ১০টি জিতেছে ইংল্যান্ড।
এ নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অ্যান্ডারসন। ২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া এই পেসার ১৭৮ টেস্টে শিকার করেছেন ৬৮২ উইকেট। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মুত্তিয়া মুরালিধরন (৮০০) এবং শেন ওয়ার্নের (৭০৮) পর তৃতীয় স্থানে আছেন তিনি।
২০১৬ সালের মে মাসে প্রথমবার শীর্ষে উঠেছিলেন অ্যান্ডারসন। তখন পেছনে ফেলেছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে। সম্প্রতি ২০১৮ সালে ৫ মাসের জন্য শীর্ষস্থান ধরে রেখেছিলেন ইংলিশ পেসার। তাকে শীর্ষচ্যুত করেছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
শীর্ষে ফিরলেও খুব শক্ত অবস্থানে নেই অ্যান্ডারসন। তার রেটিং পয়েন্ট ৮৬৬। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন অশ্বিন, যার ঘূর্ণিতে সম্প্রতি দিল্লি টেস্টে নাকাল হয়েছে অস্ট্রেলিয়া। তিনে নেমে যাওয়া অজি অধিনায়ক কামিন্সের রেটিং পয়েন্ট ৮৫৮। অর্থাৎ বোর্ডার-গাভাস্কার ট্রফিতেই শীর্ষে উঠার সুযোগ পাচ্ছেন অশ্বিন ও কামিন্স।
এসজি