হাথুরুর হৃদয়ে ছিল বাংলাদেশ
এ যেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। চন্ডিকা হাথুরু সিংহে ২০ ফেব্রুয়ারি বৃহস্পিতিবার রাতে বাংলাদেশে আসার পর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ছিল সাংবাদিকদের উপচে পড়া ভিড়। সেখানে অবশ্য টিভি সাংবাদিকেই বেশি ছিলেন।
রাতটা কাটিয়েই তিনি চলে আসেন চিরচেনা মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিক-মিরাজদের মতো কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে জাতীয়ে দলে ডাক পাওয়া অনেক ক্রিকেটারই ছিলেন। সেখানে সংবাদ মাধ্যমের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) আবার বেলা আড়াইটায় তার ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনকে ঘিরে গণমাধ্যমের কর্মীরা নির্দারিত সময়ের অনেক আগে থেকেই এসে উপস্থিত। টিভি, দৈনিক পত্রিকা, অনলাইন, ইউটিউব চ্যানেলের কর্মরত সাংবাদিকদের ভিড়ে মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে উপচে পড়া ভিড়।
চন্ডিকা হাথুরুসিংহের হাস্যোজ্জল চেহারা আর গন মাধ্যমের ব্যাপক আগ্রহে তার বিব্রতকর চলে যাওয়াটা যেন মিলানোই কঠিন। হাথুরুর কথায় ছিল ‘হৃদয়ে বাংলাদেশ’। এ যেন বাংলাদেশ না থেকেও তিনি অদৃশ্যভাবে ছিলেন। বাংলাদেশের ক্রিকেটকে অনুসরন করেছেন। খোঁজখবর নিয়েছেন। আগের দিন মিরপুরে এবাদত হোসেনের সঙ্গ কুশলাদি বিনিময় করার সময় তিনি তাকে স্যালুটে দেন। তিনি যখন আগেরার দায়িত্বে ছিলেন, তখন এবাদত দলে ছিলেন না। ‘স্যালুট’ এবাদতের উইকেট পাওয়ার পর ট্রেড মার্ক উদযাপন। হাথুরু তাকে স্যালুট দিয়ে বুঝিয়ে দিলেন সব খবরই তিনি বাংলাদেশের রেখেছেন। আজ তার কথায়ও ফুটে উঠে সেই অভিব্যক্তি। তিনি বলেন, ‘আমি চলে গেলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রেখেছিল।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর এ দেশের ক্রিকেট নিয়মিতই ফলো করেছি। ভেতরে ভেতরে অনুভব করতাম এবং ভাবতাম, আবার কখনো এ দেশে এসে কাজ করব; কিন্তু সেটা এত তাড়াতাড়ি ঘটে যাবে, তা ভাবতে পারিনি।’
এ সময় অনেক ক্রিকেটার থেকে শুরু করে বিসিবির বিভিন্ন কর্তাদের সঙ্গেও তার যোগাযোগ ছিল জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার সঙ্গে অনেক ক্রিকেটার ও কর্তাদের যোগাযোগ হয়েছে। সব সময় আমার হৃদেয়ে বাংলাদেশের ক্রিকেটের বসবাস ছিল।’
কেন বাংলাদেশের ক্রিকেটবে তিনি অন্তরে লালন করেছেন সংবাদ সম্মেলনে তার ব্যাখ্যাও দিয়েছেন হাথুরু। তিনি বলেন, ‘কোচিং ক্যারিয়ারে বাংলাদেশ দলই ছিল আমার প্রথম আর্ন্তজাতিক অ্যাসাইন্টমেন্ট। আমার সবসময় মনে ছিল আমি আবার বাংলাদেশে ফিরব। কিন্তু তা যে এত দ্রুত হবে তা আমি মোটেই ভাবিনি।’
২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন চন্ডিকা হাথুরু সিংহে। এর মধ্যে কেটে গেছে পাঁচ বছরের অধিক সময়। বাংলাদেশ দলও বেশ কয়েকজন কোচ পাল্টেছে। ঠিক এ সময়ই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার উত্তম সময় বলে মনে করেন তিনি।
মিরপুরের হোম অব ক্রিকেটের লাউঞ্জ, ড্রেসিংরুম, মাঠ এমনকি প্রেস কনফারেন্স রুম সবই চেনা হাথুরুর। দেখে মনে হচ্ছিল যেন কিছুদিন ভিন্ন কোথাও বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে আবারও ঘরে ফিরলেন তিনি।
এমপি/এমএমএ/