আনফিল্ডে রিয়ালে বিধ্বস্ত লিভারপুল
লিভারপুলের শুরুটা ছিল স্বপ্নীল। কিন্তু রিয়াল মাদ্রিদ লিখল অবিশ্বাস্য প্রত্যাবর্তনের এক গল্প এবং আনফিল্ডে লিভারপুলকে বিধ্বস্ত করে জিতল ৫-২ গোলে।
মঙ্গলবার রাতে নিজেদের আঙিনায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১৪ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। এররপই গর্জে উঠে রিয়াল। ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমার জোড়া এবং এদের মিলিতাওয়ের এক গোলে নিশ্চিত করে জয়।
দুই দেশের দুই জায়ান্টের মুখোমুখি লড়াইয়ে বল দখল আর আক্রমণে পার্থক্য ছিল ঊনিশ-বিশ। ম্যাচ জুড়ে ৫১ শতাংশ সময় বল দখলে রেখে মোট ৫টি অন-শট নেয় স্বাগতিক লিভারপুল। তাদের গোলমুখে কার্লো আলচেলত্তির শিষ্যদের শট ছিল ৬টি।
তবে কিছু বুঝে উঠার আগেই জোড়া গোল হজম করে রিয়াল। ম্যাচের চতুর্থ মিনিটে অতিথিদের জাল কাঁপান ডারউইন নুনেজ। চতুর্দশ মিনিটে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ। কিন্তু লিড আগলে বিরতিতে যাওয়ার সৌভাগ্য হয়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
ভিনিসিউস ও বেনজেমার জাদুতে দারুণভাবে ম্যাচে ফিরে রিয়াল। জোড়া গোল ছাড়াও একটি করে অ্যাসিস্ট ছিল দুই তারকার ফরোয়ার্ডের। একবিংশ মিনিটে রিয়ালের গোলের খাতা খুলেন ভিনিসিউস। এর ১৫ মিনিট পর দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। মিলিতাওকে দিয়ে গোল করান লুকা মদ্রিচ। এরপর বেনজেমার ঝলক। ৫৫ মিনিটে রদ্রিগোর পাস ধরে স্কোরলাইন ৪-২ করেন ফরাসি ফরোয়ার্ড। ৬৭ মিনিটে ভিনিসিউসের অ্যাসিস্টে লিভারপুলের কফিন শেষ পেরেকটি ঠুকে দেন বেনজেমা।
ইউরোপে রিয়ালই একমাত্র গোল যারা আনফিল্ডে এক ম্যাচে পাঁচ গোলের দেখা পেল। অবিশ্বাস্য এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা বাড়িয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ১৫ মার্চ ফিরতি লেগে মুখোমুখি লিভারপুলের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।
চলতি মৌসুমে ইংল্যান্ডে সব শিরোপা হারানো লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে সান্তিয়াগো বার্নাব্যুতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে। অন্যথায় ইউরোপা সেরা টুর্নামেন্টে আরও একবার রিয়ালে ধরাশায়ী হতে হবে তাদের। যেমনটা হয়েছিল গত মৌসুমে।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছিল লিভারপুল। প্যারিসে সেই শিরোপার লড়াইয়ে অলরেডদের ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল রিয়াল।
এসএন