শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা নিগারদের হার ১০ উইকেটে
প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে মূল পর্বে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ব্যর্থতার যে প্রদর্শনী ছিল তা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অব্যাহত ছিল। যে কারণে হারের ব্যবধান বেড়ে হয়েছে আরও বড়। হেরেছে ১০ উইকেটের শোচনীয় ব্যবধানে। এই হারের ফলে গোটা আসরে বাংলাদেশ দল থাকল জয়হীন। অপরদিকে বড় জয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা 'এ' গ্রুপ থেকে নেট রান রেটে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কারও। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১১৩ রান করে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেট না হারিয়ে ১৭.৫ ওভারে ১১৭ রান করে ম্যাচ নিজেদের করে নেয়।
টস জিতে ব্যাট করতে নেমে যথারীতি বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা দিয়ে শুরু হয়। কোনো রান না করেই ফিরে যান মূর্শিদা খাতুন। এরপর উইকেটে মড়ক লাগেনি। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে কোনো ব্যাটসম্যান রান করতে পারেননি। যে কারণে গোটা ২০ ওভার খেলেও সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে মাত্র ১১৩।
অধিনায়ক নিগার সুলতানা ৩০ রান করেন ৩৪ বল খেলে। সোবহানা মোস্তারির ২৭ রান আসে ৩০ বলে। দুইজনেই ২টি করে চার মারেন। এ ছাড়া দুই অংকের রান করেন নাহিদা আক্তার (অপরাজিত ১৫), শারমিন সুলতানা (১১) ও স্বর্ণা আক্তার (১১)। দক্ষিণ আফ্রিকার মারিজান্নে ক্যাপ ১৭ ও আয়াবঙ্গা কাকা ২১ রানে নেন ২টি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লুরা উলভার্ট ও তাজমিন ব্রিটস আর কাউকে ব্যাট করতে দেননি। লুরা ৫৬ বলে ১ ছক্কা ও ৭ চারে ৬৬ ও তাজমিন ৫১ বলে ৫ চারে ৫০ রান করে অপরাজিত থাকেন।
এমপি/এসএন