ডিপিএলে মোহামেডানের ডেরাতেই থাকছেন সাকিব
সদ্য শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এরইমধ্যে দল গোছানোর ব্যস্ততা শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। কেননা, সামনের মাসে মাঠে গড়ানোর অপেক্ষায় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টটি। ডিপিএলে মোহামেডানের ডেরাতেই থাকছেন সাকিব আল হাসান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটির ক্রিকেট কমিটির সহ-সভাপতি এজিএম সাব্বির। এক ভিডিও বার্তায় মোহামেডানের এই কর্মকর্তা বলেছেন, ‘সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের-২০২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন। অন্য কোনো ক্লাবের ওয়েবসাইটে যদি কোনো ছবি দেখা গিয়ে থাকে অথবা কেউ যদি দাবি করে থাকে যে সাকিব অন্য ক্লাবে খেলছেন, তাহলে সেটা সত্য খবর না।’
সাকিব এখন দেশের বাইরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন দেশসেরা অলরাউন্ডার। ব্যস্ততার মাঝেই তিনি কথা বলেছেন সাব্বিরের সঙ্গে। এমনটা জানিয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির সহ-সভাপতি বলেছেন, ‘আজ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ৫টায় আমি সাকিবের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে অন্য ক্লাবের হয়ে খেলার বিষয়ে এমন কোনো আলোচনাতেই তিনি ছিলেন না।’
গত মৌসুমে মোহামেডানের জার্সিতে ডিপিএল মাতান সাকিব। নতুন মৌসুম শুরুর আগে ক্রিকেটপাড়ায় গুঞ্জন উঠেছিল, এবার আবাহনীর হয়ে খেলতে পারেন দেশের ক্রিকেটে পোস্টার বয়। তবে সাকিবের সঙ্গে কথা বলে দ্রুতই এই গুঞ্জন থামিয়ে দিল মোহামেডান।
এসজি