ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আশা সুজনের
ফাইল ছবি
গত বছরের মার্চে বিদেশের মাটিতে বড় সাফল্য পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারায় ২-১ ব্যবধানে। আসন্ন মার্চে আরেকটি কঠিন পরীক্ষার সামনে টাইগাররা। এ যাত্রায় দল লড়বে দেশের মাটিতে, কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। সেটা যাই হোক না কেন, গত মার্চের প্রসঙ্গ টেনে খালেদ মাহমুদ সুজন বললেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আশা তো আমরা করতেই পারি।’
বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে হবে ম্যাচ ৬টি। আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে প্রথম ওয়ানডে। তার আগেই, ২৪ ফেব্রুয়ারি লাল-সবুজ দেশে এসে পৌঁছাবে ক্রিকেটের জনকরা।
ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন চন্ডিকা হাথুরুসিংহের দীক্ষা নিতে অনুশীলনে ফেরার দোড়গোড়ায় জাতীয় দলের ক্রিকেটাররা। প্রস্তুতিপর্ব শুরুর আগেই টিম ডিরেক্টর সুজন জানিয়ে দিলেন তার প্রত্যাশার কথা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেছেন, ‘ইংল্যান্ড বিশ্বসেরা দল। এটা মেনে নিতে হবে তারা আমাদের চেয়ে ভালো দল। কিন্তু ঘরের মাঠে আমরাও যে ভালো দল সেটা প্রমাণ করেছি (অতীতে)। এটা মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করতে হবে।’
এরপরই গত বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের সেই সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে বিসিবির এই কর্তা বলেন, ‘আমরা গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদেরকে হারিয়েছি। ওয়ানডেতে তো আমরা অবশ্যই শক্তিশালী দল। সত্যি কথা বলতে ওয়ানডেতে আমরা সিরিজ জয় তো আশা করতেই পারি।’
এমনকি টি-টোয়েন্টি সিরিজেও আশা দেখছেন সুজন। সদ্য শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার মধ্যেই ছিল ক্রিকেটাররা। তাই সুজনের বিশ্বাস, ইংল্যান্ড সিরিজে বিপিএল খেলার সুফল কিছুটা হলেও পাবে তার ক্রিকেটাররা।
টিম ডিরেক্টরের ভাষ্য ছিল ঠিক এমন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এখনো পিছিয়ে আছি। বিপিএলটা আমার কাছে অর্থবহ। হয়তো অনেক কোয়ালিটি বোলিং ছিল না, ভালো পেসার আসেনি। কিন্তু ছেলেরা অনেক সাহস নিয়ে ব্যাটিং করেছে। আমাদের অনেক তরুণ ক্রিকেটার এবার ভালো ক্রিকেট খেলেছে।’
সুজন যোগ করেন, ‘এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক। এসব আমলে নিয়েই আশা করি (নির্বাচকরা) সেরা দল বেছে নেবে। আরও ভালো ক্রিকেট খেলব। আশা করি, টি-টোয়েন্টিতেও এবার আমরা ভালো খেলব।’
এসজি