দেশে ফিরেছেন কামিন্স, সিরিজ শেষ হ্যাজলউডের
বোর্ডার-গাভাস্কার ট্রফির সঙ্গে জড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন। ভারতের মাটিতে গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া। যেখানে ঘুরে দাঁড়াতে একাট্টা হওয়া প্রয়োজন তাদের, সেখানে আরও ছন্নছাড়া দশা সফরকারীদের।
পারিবারিক কারণে হঠাৎ দল ছেড়েছেন প্যাট কামিন্স। যদিও তৃতীয় টেস্ট শুরুর আগেই ফেরার প্রতিশ্রুতি দিয়ে গেছেন অজি অধিনায়ক। অপরদিকে, সিরিজ শেষ জশ হ্যাজলউডের। চোটের কারণে ইনদোর ও আহমেদাবাদ টেস্টে এই পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
গতকাল (১৯ ফেব্রুয়ারি) দিল্লি টেস্টের তৃতীয় দিনে ৬ উইকেটে হার মেনেছে সফরকারীরা। এর আগে নাগপুর টেস্টেও তিন দিনে হেরেছিল তারা। পরাজয়ের ব্যবধান ছিল ইনিংস এবং ১৩২ রান। ইনদোরের হলকার স্টেডিয়ামে আগামী পহেলা মার্চ সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
ইনদোরে জিতলে টেস্ট চ্যাম্পিয়শিপের দ্বিতীয় চক্রেও ফাইনাল নিশ্চিত করবে ভারত। বলাই যায়, সুযোগটি লুফে নিতে সর্বশক্তি নিয়েই নামবেন রোহিত শর্মারা। বিপরীতে ক্রমশ শক্তি হারাচ্ছে অস্ট্রেলিয়া। পরিবারের ‘কেউ একজন গুরুতর অসুস্থ’ জানিয়ে বাড়ি ফিরে গেছেন কামিন্স।
যদি প্রতিশ্রুতি মতো ফিরতে না পারেন নিয়মিত অধিনায়ক, তবে নেতৃত্বভার কাঁধে নেবেন স্টিভ স্মিথ। অ্যাডিলেডে সবশেষ টেস্টে যেমনটা করেছিলেন তিনি। এদিকে দেশে ফেরত যাবার আগে তৃতীয় টেস্টে দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে গেছেন কামিন্স। ধারণা করা হচ্ছে, একাদশে ফিরবেন ক্যামেরুন গ্রিন ও মিচেল স্টার্ক।
ডেভিড ওয়ার্নারকে নিয়ে নেই কোনো সুখবর। বাঁ কনুইয়ে হালকা চিড় ধরা পড়ায় ইনদোর তার না খেলার সম্ভাবনাই বেশি। তিনি দিল্লি টেস্টের প্রথম দিনে আঘাত পেয়েছিলেন এবং তার কনকাশন সাব হিসেবে নামানো হয় রেনশকে। এদিকে লেগস্পিনার মিচেল সোয়েপসন প্রস্তুত দলকে সার্ভিস দিতে।
এসজি