‘দ্বিতীয় অধ্যায়’ শুরু করতে রাতে আসছেন হাথুরুসিংহে
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসে তিনি বাংলাদেশে এসে নামবেন রাত ১০টা ৪০ মিনিটে।
বাংলাদেশে আসার পর তিনি একদিন বিশ্রাম নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে নেমে পড়বেন কাজে। অবশ্য মাঠে নামার আগে তিনি টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করবেন, পরিকল্পনা করবেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনাও রয়েছে এ দিন।
শ্রীলঙ্কান হাথুরুসিংহে আপাতত গুলশানের একটি হোটেলে থাকবেন। এই হোটেলে অন্য বিদেশি কোচরাও থাকছেন। বর্তমানে এই হোটেলেই তিনিসহ অন্য কোচরা অবস্থান করবেন। ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ। এরপর বাংলাদেশ দল যাবে মে মাসে আয়ারল্যান্ড। এই সফর শেষ করে আসার পর তাকে ফ্ল্যাট বাসা দেওয়া হবে।
হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ের মেয়াদ ২ বছরের। এটি শুরু হয়েছে চলতি মাস থেকেই। তার প্রথম মেয়াদ ছিল ২০১৪ সালে জুন মাস থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। সে সময় বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে। সফর শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। তার এ রকম বিদায় তখন বিসিবি থেকে শুরু করে অনেকেই ভালোভাবে নেননি। আবার সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিশেষ করে সাকিব আল হাসানের সঙ্গে তার সর্ম্পক ভালো ছিল না। মুমিুনলের মত বাংলাদেশের প্রতিষ্ঠিত সফল টেস্ট ক্রিকেটারকে বাদ দিতেও দ্বিধা করেননি। আবার সৌম্য সরকারের মতো ক্রিকেটারকে বারবার ব্যর্থ হওয়ার পরও তিনি সুযোগ দিয়ে গেছেন।
হাথুরুসিংহের যেমন এ রকম নেগেটিভ কর্মকাণ্ড ছিল, তেমনি আবার তার সময়েই বাংলাদেশ সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছিল। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছিল। ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছিল। এর মাঝে পাকিস্তানকে করেছিল তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ। এ ছাড়া ২০১৫ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলেছিল। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছিল ২০১৭ সালে।
এ সব কারণে এবার তার আসা নিয়ে অনেকের মাঝেই মিশ্র প্রতিক্রিযা দেখা গেছে। সাকিব আল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ব্যঙ্গাত্মকভাবে বলেছিলেন তার হাতে হয়ত যাদুর কাঠি আছে। আবার মিরাজ-তাসকিনের মত ক্রিকেটাররা হাথুরুসিংহের ফিরে আসাটাকে স্বাগতম জানিয়েছেন।
এখন দেখার পালা হাথুরুসিংহে তার দ্বিতীয় অধ্যায় কী করেন? তার এই দ্বিতীয় অধ্যায় শুরু হবে ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।
এমপি/আরএ/