হাথুরুসিংহের সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলেছেন হেরাথ
বাংলাদেশের ক্রিকেটে আবার নতুন করে চন্ডিকা হাথুরুসিংহে যুগ শুরু হতে যাচ্ছে। কাগজে-কলমে তা চলতি মাসে থেকে শুরু হয়ে গেলেও মাঠে এখনো শুরু হয়নি। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশে হাথুরুসিংহের দ্বিতীয় পর্ব শুরু হবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে তার বাংলাদেশে আসার কথা রয়েছে। হাথুরুকে ফিরে পেয়ে বাংলাদেশ দলই উপকৃত হবে মনে করেন তার স্বদেশি সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
ছুটি কাটিয়ে বাংলাদেশ আসার পর হেরাথ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে চন্ডিকার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে। সেসময় বাংলাদেশ ভালোও করেছিল। তার সঙ্গে আমার খেলোয়াড় হিসেবে যেমন খেলার অভিজ্ঞতা আছে, তেমনি অভিজ্ঞতা আছে তার কোচিংয়েও। তার ব্যাপারে আমি খুবই ইতিবাচক। তার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। তাকে পেয়ে বাংলাদেশ দল উপকৃতই হবে।’
হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে তার সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলেছি।’
হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও তার সময়েই বাংলাদেশ সবচেয়ে বেশি সফল হয়েছিল। টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল। এর মাঝে পাকিস্তানকে করেছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। এ ছাড়া ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলেছিল। সেমিফাইনাল খেলেছিল চ্যাম্পিয়নস ট্রফিতে ২০১৭ সালে।
এমপি/এসজি