দিল্লিতেও তিন দিনে কুপোকাত অস্ট্রেলিয়া
নাগপুরের পর দিল্লি টেস্টেও ভারতের কাছে তিন দিনে হেরেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১১৪ রানে অতিক্রম করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পাড়ি দেয়।
নাগপুরের টেস্ট তিন দিনে শেষ হওয়ার আলামত ছিল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হওয়ার পর ভারত তাদের প্রথম ইনিংমে ৪০০ রান করলে। পরে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আরও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯১ রানে অলআউট হয়েছিল। কিন্তু নাগপুর টেস্টে সে রকম কোনো কিছুর আলামত ছিল না। কারণ, দ্বিতীয় দিন শেষে দুই দলের প্রথম ইনিংস শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১ উইকেট গিয়েছিল মাত্র। সেখানে তৃতীয় দিন চা বিরতি পর্যন্ত ম্যাচ গড়াতে পারেনি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬৩ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে করেছিল ২৬২ রান। ১ রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষ করেছিল ১ উইকেটে ৬১ রান নিয়ে। তৃতীয় দিন ব্যাট করতে নেমে তারা প্রথম সেশনেই হারায় বাকি ৯ উইকেট। এই শেসনে ভারতও ১ উইকেট হারালে মোট উইকেট পতন হয় ১০টি।
অস্ট্রেলিয়ার ইনিংস এভাবে গুটিয়ে যায় রবিন্দ্র জাদেজার কারণ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি একাই তুলে নেন ৬ উইকেট। আগের দিনের উইকেটও তিনি নিয়েছিলেন। ৪২ রান দিয়ে তিনি নেন ৭ উইকেট। বাকি ৩ উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন ৫৯ রান। ৫২ রানে হারায় তারা আজকের ৯ উইকেট ।
তারচেয়েও ভয়াবহ ২৮ রানে হারায় ৮ উইকেট। ১৮ রানে হারায় শেষ ৭ উইকেট। এক পর্যায়ে ৯৫ রানেই পড়ে ৪ উইকেট। আগের দুই অপরাজিত ব্যাটসম্যান ট্রাভিস হেড (৪৩) ও লাবুশান (৩৫) কেবল দুই অঙ্কের রান করেত পারেন।
উভয় ইনিংস মিলিয়ে জাদেজা ১০ উইকেট নিয়েছেন ৯৯ রান দিয়ে। মাচ সেরা হয়েছেন তিনি। উভয় টেস্ট ৩ দিনে শেষ হওয়ার মত জাদেজাও উভয় টেস্টে ম্যাচ সেরা হয়েছেন।
১১৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই লুকেশ রাহুলের (১) উইকেট হারালেও রোহিত শর্মার মারমুখি ২০ বলে ৩১, চেতশ্বর পূজারার ৩১, বিরাট কোহলির ২০ ও শ্রীকর ভারতের অপরাজিত ২৩ রান ২৬.৪ ওভারেই চা বিরতির আগেই জয় তুলে নেয়।
ভারতের এই জয়ে বিরাট কোহলি আর্ন্তজাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করার দ্রুততম রেকর্ড গড়েছেন। পেছনে ফেলে দিয়েছেন স্বদেশি শচিন টেন্ডুলকারকে। শচিন এই রান করেছিলেন ৫৭৭ ইনিংসে। কোহলির ইনিংস ৫৪৯টি। এই দুই জন ছাড়াও ২৫ হাজার রান করা ব্যাটসম্যান আছেন আরও ৩ জন। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৫৮৮ ইনিংস, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ইনিংসে, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৬০৮ ও মাহেলা জয়াবর্ধনে ৭০১ ইনিংসে।
দুই দেশের ৪ টেস্টের গাভাস্কার-বর্ডার সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ ইন্দোরে।
এমপি/এমএমএ/