স্পিন ফাঁদে আটকা ভারত, এগিয়ে গেল অস্ট্রেলিয়া
নাগপুরের পর দিল্লি টেস্টেও স্পিন ফাঁদ পেতেছে ভারত। এ যাত্রায় নিজেদের পাতা জালে আটকা পড়ল স্বাগতিকরা। লিড পাওয়ার আগেই রোহিত শর্মাদের প্রথম ইনিংস গুটিয়ে দিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। দ্বিতীয় দিনে তারা ভারতকে থামিয়ে দিয়েছে ২৬২ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে ১ উইকেটে ৬১ রানের সংগ্রহ নিয়ে শনিবারের খেলা শেষ করেছে সফরকারীরা। ৬২ রানের লিড নিয়ে আগামীকাল তৃতীয় দিন শুরু করবে প্যাট কামিন্সের দল।
দ্বিতীয় দিনে ভারতের ১০ উইকেটের ৯টি শিকার করেন স্পিনাররা। স্বাগতিকদের সর্বনাশ করেন নাথান লায়ন। ফ্রন্টলাইনে এই স্পিনার ৬৭ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। দুটো করে উইকেট পান দুই স্পিনার ম্যাথু কুহনেম্যান (২/৭২) ও টড মার্ফি (২/৫৩)। অপর উইকেটটি পান পেসার কামিন্স।
এদিন প্রথম সেশনেই ভারতকে বিপাকে ফেলেন অজি স্পিনাররা। বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা দ্বিতীয় দিনের প্রথম সেশনে হারায় ৪ উইকেট। সবকটি উইকেট নেন লায়ন। প্রথমে রাহুলকে (১৭) আউট করে প্রতিপক্ষের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।
এরপর তিন বল ব্যবধানে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারাকে সাজঘরে ফেরান লায়ন। ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে আসে ৩২ রান।
শততম টেস্ট খেলতে নামা পূজারা খুলতে পারেননি রানের খাতা। চোট কাটিয়ে দলে ফেরা শ্রেয়ার আইয়ারকে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে দেননি লায়ন। ভারতীয় এই ব্যাটার করেন ৪ রান।
৬৬ রানে ৪ উইকেট হারানো ভারতের হাল ধরেন রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি। দুজনের ৫৯ রানের জুটি ভাঙেন মার্ফি। ২৬ রান করা জাদেজাকে এলবি ফাঁদে ফেলেন তিনি। খানিকবাদে একই কায়দায় কোহলির (৪৪) গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন কুহনেম্যান।
দলের বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি শ্রীকর ভারত (৬)। তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে পাঁচ উইকেট শিকারের কোটা পূর্ণ করেন লায়ন। এরপর প্রতিরোধ গড়ে তুলেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে আড়াইশ ছাড়িয়ে যায় ভারতের সংগ্রহ।
অশ্বিন-অক্ষরের জুটি ভাঙেন অজি অধিনায়ক কামিন্স। দলীয় ২৫৩ এবং ব্যক্তিগত ৩৭ রানে আউট হন অশ্বিন। ততক্ষণে হাফসেঞ্চুরির কোটা পেরিয়ে যান অক্ষর। ৭৭ রান করা এই ব্যাটারকে থামান মার্ফি।
মোহাম্মদ শামিকে (২) শিকার বানিয়ে প্রতিপক্ষের ইনিংস থামিয়ে দেন কুহনেম্যান।
শেষ বিকেলে ব্যাটিং নেমে সুবিধা করতে পারেননি উসমান খাজা। ৬ রান করতেই ধরেন ড্রেসিংরুমের পথ। অজি ওপেনারকে সেই পথ হাঁটতে বাধ্য করেন জাজেদা। এরপর ট্রাভিস হেড (৩৯) এবং মার্নাস লাবুশানের (১৬) ব্যাটে দ্বিতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া।
এমএমএ/