আইপিএলের পর পিএসএলকে ‘না’ বললেন তাসকিন
গত বছর আইপিএলে ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু জাতীয় দলকে সার্ভিস দিতে লখনৌতে না বলে দেন টাইগার পেসার। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাকে সাড়া দিলেন না তাসকিন। আরও একবার জাতীয় দলের কথা ভেবে মুলতান সুলতানসকে ‘না’ বললেন তিনি।
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। টাইগারদের সঙ্গে খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক সূচি শুরুর আগে, তিন ম্যাচের জন্য তাসকিনকে মুলতান। কিন্তু চোটপ্রবণ এই পেসার সবকিছু বিবেচনা করে ফিরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির প্রস্তাব।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘বোর্ড থেকে পুরস্কৃত করেছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য।
আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’
টাইগার পেসার আরও বলেন, ‘সামনে গুরুত্বপূর্ণ একটি সিরিজ। কয়েক ম্যাচের জন্য যদি ওখান থেকে প্রস্তাব আসে আর সেখানে গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। আর এখন যেহেতু হালকা ইনজুরি থেকে সেরে উঠছি, তাই পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’
এমএমএ/