কোচ ম্যাককালামের বিশ্বরেকর্ড দখলে নিলেন অধিনায়ক স্টোকস
বোলিংয়ে ইতিহাস গড়েছেন ইংল্যান্ড পেসার জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড দখলে নিয়েছেন এই অলরাউন্ডার।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ৩১ রান করেন স্টোকস। ৩৩ বলের ইনিংসে ৩ চারের পাশাপাশি ২টি ছক্কা মারেন তিনি।
তাতেই সাবেক নিউজিল্যান্ড ব্যাটার ম্যাককালামকে পেছনে ফেলেছেন ইংলিশ অধিনায়ক। টেস্টে ১০৭টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের বর্তমান টেস্ট কোচ। স্টোকসের ছক্কার সংখ্যা ১০৯।
১০০ ছক্কায় তালিকার তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। চতুর্থ স্থানে ক্রিস গেইল।
ক্যারিবীয় বিধ্বংসী ওপেনার হাঁকিয়েছেন ৯৮টি। ৯৭ ছক্কায় গেইলের পরের স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং কিংবদন্তি জ্যাক ক্যালিস।
এমএমএ/