বিধ্বংসী ব্রডে জয়ের খুব কাছে ইংল্যান্ড
স্টুয়ার্ট ব্রডকে দলে ফেরানোর সুফল পেল ইংল্যান্ড। এই পেসারের বিধ্বংসী স্পেলে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের খুব কাছে ইংলিশরা।
দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য কিউইদের ৩৯৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় সফরকারীরা। রান তাড়ায় মাত্র ৬৩ রানে ৫ উইকেট খুইয়ে শনিবারের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে প্রতিপক্ষের ৪ উইকেট শিকার করেছেন ব্রড।
বে ওভালে ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৩২৫ রানে। জবাবে নিউজিল্যান্ড থামে ৩০৬ রানে। এরপর ‘বাজবল’ ক্রিকেটে মেতে উঠা ইংলিশদের দ্বিতীয় ইনিংস থামে ৩৭৪ রান।
এমনিতেই টেস্টে রান তোলা কঠিন। দিবা-রাত্রির টেস্টে গোলাপি বলে তো আরও কঠিন। অথচ সফরকারীদের ৭৩.৫ ওভারের দ্বিতীয় ইনিংসে রানরেট ছিল ৫.০৬! ব্যাটিংয়ে সবচেয়ে বেশি মারমুখী ছিলেন হ্যারিব ব্রুক। ৪১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন তিনি।
হাফসেঞ্চুরি পান জো রুট (৫৭) এবং বেন ফোকস (৫১)। দুর্ভাগ্য ওলি পোপের। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি পাওয়া হয়নি তাদের। ইংল্যান্ডের বাকিরাও ব্যাট হাতে রাখেন ছোট ছোট অবদান। এরপর তৃতীয় দিনের শেষ সেশনে ব্রডের বিধ্বংসী রূপে তছনছ হয়ে যায় কিউইদের ব্যাটিং লাইনআপ।
পর পর তিন ওভারে ব্রড আউট করেন ডেভন কনওয়ে (২), কেন উইলিয়ামসন (০) এবং টম লাথামকে (১৫)। মাত্র ১৯ রানে শীর্ষ তিন ব্যাটারকে হারায় নিউজিল্যান্ড। তাদের চতুর্থ উইকেটের পতন ঘটান ওলি রবিনসন। এই পেসার আউট করেন হেনরি নিকোলসকে (৭)।
ব্রড তার চতুর্থ শিকার বানান টম ব্লাডেলকে, যার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০০ ছাড়িয়েছিল কিউইদের প্রথম ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র এক রান করতে পারেন এই কিপার-ব্যাটার।
দিনের শেষ ১০ ওভারে (প্রায়) আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। মাইকেল ব্রেসওয়েলকে (২৫) সঙ্গে নিয়ে শেষ সময়টা সামাল দেন ড্যারিল মিচেল (১৩)।
এমএমএ/