নারী বিশ্বকাপে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকায় হারের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার কেপটাউনে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে টাইগ্রেসরা।
টানা তিন হারে নারী বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। অপরদিকে জয়ের খাতা খুলে আশা বাঁচিয়ে রেখেছে কিউই মেয়েরা।
দুই দলের বাঁচা-মরার ম্যাচে বেরধক মার খায় টাইগ্রেস বোলাররা। মারুফা-সালমাদের তুলোধুনো করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেটে ১১৮ রানে।
কিউই মেয়েদের বড় সংগ্রহের নেপথ্যে ছিলেন সুজি বেটস। ৬১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮১ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। অপরাজিত আরেক ব্যাটার ম্যাডিগ্রিনের ব্যাট থেকে আসে ৪৪ রান। তার ২০ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। গ্রিনের সমান রান করেন আরেক কিউই ওপেনার বার্নাডাইন বেজুইডেনহাউট।
প্রতিপক্ষের ব্যাটিং তাবের দিনে এক রুমানা আহমেদ বাদে বাকি সবার ইকোনমি ছিল ৯-এর উপরে। মন্দের ভালো ছিলেন ফাহিমা খাতুন। ৪ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। স্বর্ণা আকতার পান ১ উইকেট। বিনিময়ে ১ ওভারে ১২ রান দেন তিনি।
বোলারদের ব্যর্থতার পর অবিশ্বাস্য কিছু করতে পারেনি টাইগ্রেস ব্যাটাররা। ফলস্বরূপ বিশ্বমঞ্চে আরও ভারী হয় বাংলাদেশের হারের পাল্লা। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন স্বর্ণা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে।
টানা তিন হারে ‘এ’ গ্রুপের তলানীতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ নারী দল। শীর্ষে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সবকটি জিতে ঝুলিতে পূর্ণ ৬ পয়েন্ট জমা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা পয়েন্ট ৪। সমান ২ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেয থাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বে নিগারদের সবশেষ ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে। আগামী মঙ্গলবার কেপটাউনে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে লড়ে বাড়ি ফেরার বিমান ধরবেন তারা।
এমএমএ/