ম্যাকগ্রা-ওয়ার্নের রেকর্ডে ভাগ বসালেন অ্যান্ডারসন-ব্রড
এক বছরেরও বেশি সময় পর বিদেশের মাটিতে টেস্টে জুটি বেঁধে খেলছেন জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমে গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের গড়া বিরল এক রেকর্ডে ভাগ বসালেন ইংল্যান্ডের এই পেস যুগল।
অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি বোলার একত্রে ১০৪ টেস্টে শিকার করেছেন ১ হাজার ১টি উইকেট। একসময় মনে হয়েছিল যে এই রেকর্ডটি চিরস্থায়ী হতে পারে। কিন্তু এটা এখন দখলে নেওয়ার দ্বারপ্রান্তে অ্যান্ডারসন ও ব্রড। আপাতত ম্যাকগ্রা-ওয়ার্নের পাশে বসেছেন তারা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) টেস্টের দ্বিতীয় দিনে তাদের স্পর্শ করেছেন অ্যান্ডারসন-ব্রড। বে ওভালে প্রথম ইনিংসে ৩টি উইকেটে পেয়েছেন অ্যান্ডারসন। ব্রড পেয়েছেন ১টি। একসঙ্গে ১৩৩ টেস্টে খেলে তারাও শিকার করলেন ১ হাজার ১টি উইকেট। অর্থাৎ চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে দুজনে মিলে আরেকটি উইকেট পেলেই ইতিহাস গড়বেন তারা।
এসজি