স্পিন-পেসে কুপোকাত অস্ট্রেলিয়া, অলআউট ২৬৩ রানে
নাগপুর টেস্টে প্রথম ইনিংসে স্পিনে ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া। দিল্লিতে ভারতের স্পিনার ও পেসার, উভয়ের বিপক্ষে ভুগল অজিরা। অরুন জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের স্পিন-পেসে কুপোকাত হয়ে ২৬৩ রানে অলআউট হয়েছে অজিরা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার ১০ উইকেট ভাগাভাগি করেন পেসার মোহাম্মদ শামি (৪/৬০) এবং দুই স্পিনার- রবিচন্দ্রন অশ্বিন (৩/৫৭) ও রবীন্দ্র জাদেজা (৩/৬৮)। তিন বোলারদের দুর্দান্ত বোলিং প্রদর্শনীর পর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ভারত। স্বাগতিকদের সংগ্রহ ২১ রান।
এদিন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার ৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ শামি। জ্বলে উঠার আগেই ওয়ার্নারকে সাজঘরে ফেরান এই পেসার। আউট হওয়ার আগে ৪৪ বলে ৩ চারে ১৫ রান করেন অজি ওপেনার। এরপর অশ্বিনের জোড়া আঘাতে পথ হারায় সফরকারীরা। ইনিংসের ২৩ ওভারের চতুর্থ বলে মার্নাস লাবুশানেকে (১৮) এলবি ফাঁদে ফেলেন ভারতীয় স্পিনার। ষষ্ঠ বলে স্টিভ স্মিথকে শিখর ভরতকে ক্যাচ বানান অশ্বিন। অস্ট্রেলিয়ার সেরা ব্যাটারকে রানের খাতা খোলা সুযোগ দেননি তিনি। সব মিলে ৩ উইকেটে ৯৪ রানের পুঁজি নিয়ে মধাহ্নভোজের বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেশনে আরও ৩ উইকেট হারায় সফরকারীরা এবং দলের খাতায় যোগ হয় ১০৫ রান। শুরুতেই পথ হারান ট্রাভিস হেড। মাত্র ১২ রান করে শামির দ্বিতীয় শিকার বনে যান তিনি। দ্বিতীয় সেশনের মাঝপথে পর পর দুই ওভারে দুই উইকেট আরও বিপদে পড়ে অজিরা।
৮১ রান করা খাজাকে প্যাভিলিয়নে পাঠিয়ে উইকেট শিকারের খাতা খুলেন নাগপুর টেস্টে ম্যাচসেরা খেলোয়াড় জাদেজা। পরের ওভারে অ্যালেক্স ক্যারিকে ফেরান অশ্বিন।
অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটারকেও রানের খাতা খুলতে দেননি তিনি। এরপর পিটার হ্যান্ডসকম্বকে কিছু সময় সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিন্স।
হ্যান্ডসকম্ব-কামিন্সের ৫৯ রানের জুটি ভাঙেন জাদেজা। কামিন্সকে (৩৩) ফেরানোর ওভারেই টড মার্ফিকে (০) আউট করেন তিনি। এরপর নাথান লায়ন (১০) ও ম্যাথু কুহনেম্যানকে (৬) সাজঘরে পাঠিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেন শামি। উইকেটের অপরপ্রান্তে হ্যান্ডসকম্ব অপরাজিত ছিলেন ৭২ রানে।
শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ সতর্ক ছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ধীরগতির ব্যাটিংয়ে ৯ ওভারে ২১ রান তুলেন তারা। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে অপরাজিত আছেন।
এসজি