ছেলেদের আইপিএল শুরু ৩১ মার্চ
মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের খেলা শেষ হবে ২৬ মার্চ। এর পাঁচদিন পর, ৩১ মার্চ মাঠে গড়াবে ছেলেদের আইপিএলের ১৬তম আসরের খেলা। আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। একই ভেন্যুতে ফাইনাল হবে ২৮ মে। ২০১৯ সালের পর প্রথমবার হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে হবে লিগপর্বের ম্যাচগুলো।
আইপিএল শুরুর প্রথম সপ্তাহেই মাঠে নামবে ১০ দলের প্রত্যেকে। গুজরাট-চেন্নাই ম্যাচের পর ১ এপ্রিল মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। ৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত লিগপর্বের ৭০টি ম্যাচ হবে ১২ শহরে।
চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা, লখনৌ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর এবং মোহালি ১০টি নিয়মিত ভেন্যু ছাড়াও কিছু ম্যাচ খেলা হবে গোহাটি (রয়্যালসের সেকেন্ড হোম) এবং ধর্মশালায় (কিংসের দ্বিতীয় বাড়ি)। সবশেষ ২০১৯ সালে ভারতে সব ঐতিহ্যবাহী ভেন্যুজুড়ে আইপিএলের খেলা হয়েছিল। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করতে হয়েছিল।
২০২১ সালে ভারতেই শুরু হয় আইপিএল। জৈব সুরক্ষা বলয় লঙ্ঘনের কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট এবং আসর শেষ করা হয়েছিল আমিরাতে। গত বছর ভারতেই মার্চ-মে উইন্ডোতে আইপিএল হয়। লিগপর্বের সব ম্যাচ হয়েছিল মুম্বাই ও পুনের ভেন্যুতে। প্লে-অফ এবং ফাইনাল হয়েছিল কলকাতা ও আহমেদাবাদে। ওই আসরে
গুজরাট টাইটান্স তাদের অভিষেক মৌসুমে শিরোপা জিতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে।
এসজি