বাংলাদেশে টম অ্যাবেলকে পাচ্ছে না ইংল্যান্ড
কপাল পুড়ল টম অ্যাবেলের। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু সাইড স্ট্রেইন চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তাই বাংলাদেশ সফরে অ্যাবেলকে পাচ্ছে না ইংল্যান্ড।
টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্রিকেটের জনকরা। ভিন্ন দুই ভেন্যুতে ম্যাচগুলো হবে ১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত। সাদা বলের সিরিজ দুটোর দলে রাখা হয়েছিল অ্যাবেলকে। কিন্তু চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষা বাড়ল তার।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোতে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয় ইংল্যান্ড লায়ন্স। দলের জয়ের ম্যাচে বোলিংয়ের সময় অ্যাবেল তার শরীরের বাঁ দিকে ব্যথা অনুভব করেন। ওভার শেষ না করেই মাঠ ছাড়েন সমারসেট অধিনায়ক। এমনকি রান তাড়ায় প্রয়োজন না পড়ায় ব্যাটিংয়ে নামতে হয়নি তার।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্ক্যান রিপোর্টে অ্যাবেলের ইনজুরি শনাক্ত করা হয়। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফেরার অপেক্ষায় তিনি। একই দিনে ইংল্যান্ড জানিয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অ্যাবেলের বিকল্প হিসেবে কাউকে ডাকবে না তারা।
এসজি