ফিক্সিং ইস্যু ভুলে নিউজিল্যান্ড ম্যাচে তাকিয়ে টাইগ্রেসরা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুগছে বাংলাদেশ দল। মরার উপর খাঁড়ার ঘা ফিক্সিং ইস্যু। টুর্নামেন্টে দলের টানা দুই হারের পর জানাজানি হয়েছে এই ঘটনা। তবে লড়াইয়ে মনোযোগ ফেরাতে ফিক্সিং ইস্যু ভুলে নিউজিল্যান্ড ম্যাচে তাকিয়ে টাইগ্রেসরা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপটাউনের নিউল্যান্ডসে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। দুই দলই তাদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে নামবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হারে ৮ উইকেটে। তাদের বিপক্ষে হার দিয়েই অভিযান শুরু করে নিউজিল্যান্ড। কিউই মেয়েরা দ্বিতীয় হারের স্বাদ পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টানা দুই হারে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলার স্বপ্ন প্রায় শেষ। আজ মুখোমুখি সাক্ষাতে যে দল হারবে, কাগজে-কলমে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। কঠিন এই ম্যাচের আগে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে দলের প্রত্যাশার কথা জানালেন নিগার সুলতানা জ্যোতি।
টাইগ্রেস অধিনায়ক বলেছেন, ‘একদম চোখেই দেখা যায় যে আমরা ব্যাটিংটা নিয়ে ভুগছি। গত ম্যাচে আমরা বোলিংটা ভালো করেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে। তা না হলে কিন্তু আমরা ১৮ ওভার পর্যন্ত ম্যাচটা নিয়ে যেতে পারতাম না। এই বোলিংটা যদি শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারতাম হয়তো বা আমরা ম্যাচটা জিততে পারতাম।’
নিগার আরও বলেন, ‘যেটা চলে গেছে নিয়ে চিন্তা করে এমন কষ্ট বা হতাশ হওয়া ছাড়া উপায় নেই। আমরা চেষ্টা করব, যে ভুলগুলো আগের দুই ম্যাচে করেছি এবং যেখানে আরেকটু ভালো করলে আমরা ইমপ্রুভ করতে পারি, সেগুলো নিয়ে কাজ করার। যাতে পরের ম্যাচে ভালো করতে পারি।’
এসএন