বিপিএলের নৈপুণ্যে ওয়ানডে দলে তৌহিদ হৃদয়
বিপিএলের ডামাঢোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের ফাইনালের মাঝেই নির্বাচকরা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছেন। যে দলে চমক তৌহিদ হৃদয়। এবারের বিপিএলে চমক জাগানো ব্যাটিং করে তৌহিদ হৃদয় মন কেড়ে নিয়েছেন নির্বাচকদের। তার পুরস্কার তিনি পেয়েছেন ওয়ানডে দলে জায়গা করে নিয়ে।
সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে তৌহিদ হৃদয়ের ভূমিকা ছিল অপরিসীম। টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করে তিনটিতেই তিনি হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। পরে আরেকটি ম্যাচেও তিনি জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। ইনজুরির কারণে দুটি ম্যাচ তার খেলা হয়নি। ১৩ ম্যাচের ১২ ইনিংসে ব্যাট করে ৫টি হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছিলেন ৪০৩। ফাইনালে অবশ্য তিনি কোনো রান করতে পারেননি। দলও চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু এই হতাশা মুহূর্তেই ঢাকা পড়ে যায় তার জাতীয় দলে অন্তর্ভুক্তিতে।
তৌহিদ হৃদয়ের আনন্দের দিনে হতাশার খবর ছিল ইয়াসির আলী, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের জন্য। তারা সবাই সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাদ পড়েছেন।
১৪ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। ভারতের বিপক্ষে ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। তার মতো করেই দলে ফিরেছেন তাইজুল ইসলাম।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মার্চ। চট্টগ্রামে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ মার্চ। এই সিরিজের ৩টি ম্যাচই আইসিসির ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের অংশ।
এমপি/এসজি